ফুটপাত দখল মুক্ত করতে আন্দোলনের হুমকি দিলেন সিলেটের ব্যবসায়ীরা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৫, ১০:৪৮ পূর্বাহ্ণসিলেটে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য চলছে। এর মাধ্যমে যেমন ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে তেমনি রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। সিলেটের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ ও আন্দোলন করেও কোন সুরাহা পাচ্ছেন না। জনসাধারণের স্বার্থের কথা চিন্তা করে অবৈধ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করতে হবে। এজন্য ফুটপাত দখলমুক্ত করার মাধ্যমে যানজটমুক্ত পরিচ্ছন্ন নগরী গড়তে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ এবং বৃহত্তর আন্দোলনের কোন বিকল্প নেই। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ-এর আলোচনা সভায় বক্তারা একথা বলেন। রোববার নগরীর একটি অভিজাত হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ-এর সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে ও পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রিহাদুল হাসান রুহেল এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী পাবেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সহকারী সাধারণ সম্পাদক ও আল হামরা শপিং সিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য খন্দকার সিপার আহমদ, আব্দুস সালাম, বাংলাদেশ ভোগ্য পণ্য আমদানীকারক গ্রæপের কার্য্যনির্বাহী সদস্য মো. সিরাজুল ইসলাম সিরাজী, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, আল হামরা শপিং সেন্টারের সভাপতি মো. সামছুল আলম, সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল মুনিম মল্লিক মুন্না, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এটিএম খসরুজ্জামান, আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল আজিজ, সন্ধ্যাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন আলো, সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হুসেন আহমদ, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির আহমদ আফজাল সিরাজ পাবেল, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, নেহার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আমজদ আলী, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী ফাত্তাহ, টিলাগড় ব্যবসায়ী সমিতির সুবেদার মুন্না, কাকলী মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাদিকুর রহমান, স্বর্ণ ব্যবসায়ী সমিতির মদন মোহন কর্মকার, বøু ওয়াটার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেদ আহমদ, মুক্তিযোদ্ধা গল্লি ব্যবসায়ী সমিতির মেহেদী কাবুল, পরিষদের সদস্য মিজানুর রহমান রাজু, মো. নাজিরুল আলম সুমন, জাহেদ কবির চৌধুরী, জুনেদ আহমদ চৌধুরী, ইয়াছিন সুমন, মো. জাবেদুর রহমান, মাসুক আহমদ, আনিসুর রহমান আনিস, সুহেল আহমদ, আব্দুর রহিম, আব্দুল লতিফ তানু মিয়া, কমর উদ্দিন, মো. রফিক মিয়া, আতিকুর রহমান, আব্দুল আহাদ, আবুল মনসুর সিদ্দিকী সোয়েব, তৈমুর রাজা, জাবেদ সিরাজ, আমিনুর রহমান সিপলু, আবুল কালাম ফনিক, জুনেদ আহমদ, মাহবুবুল হাফিজ চৌধুরী মুফফিক, হাজি শাহজাহান, বেলাল আহমদ, মো. এনামুল হক, এমজিএ শাহীন (সুহিন), মো. রুপন খান, ফয়জুল হক জুনেদ, গুলজার খান, আব্দুর রাজ্জাক রাজু, শামসুল ইসলাম চৌধুরী প্রমুখ।
বক্তারা আরো বলেন, নগরীর জিন্দাবাজার থেকে প্রকাশ্যে এক পাথর ব্যবসায়ীকে কুপিয়ে আট লাখ টাকা ছিনিয়ে নেয় একদল ছিনতাইকারি। এ ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা আর যেন না ঘটে এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ না হয় এজন্য বক্তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
. . . . . . . . .