সুয়ারেজের হ্যাটট্রিকে বার্সার সহজ জয়

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৫, ১০:৩৫ পূর্বাহ্ণবার্সেলোনায় নিজের অভিষেকের বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখলেন লুইস সুয়ারেজ। সুয়ারেজের দুর্দান্ত এক হ্যাটট্রিকে স্প্যানিশ লা লিগায় বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। রোববার ঘরের মাঠে এইবারকে ৩-১ গোলে পরাজিত করে লুইস এনরিকের দল।
রোববার খেলা শুরু হওয়ার আগে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত বার্সেলোনার সাবেক কিংবদন্তী কোচ ইয়োহান ক্রুইফের প্রতি সমর্থন জানাতে বিশেষ এক জার্সি পরে মাঠে নামে বার্সেলোনার খেলোয়াড়রা।
রোববার ঘরের মাঠ বার্নাব্যুতে খেলার দশম মিনিটে পিছিয়ে পড়ে বার্সেলোনা। পাল্টা আক্রমণে কেকো গোলমুখে জোরালো শট নিয়ে দুর্দান্ত দৃঢ়তায় তা রুখে দেন ক্লদিও ব্রাভো। তবে বল বিপদমুক্ত করতে পারেননি বার্সা গোলরক্ষক। ফিরতি বলে সুযোগ-সন্ধানী বোর্হা বাস্তন জোরালো শটে ফাঁকা পোস্টে বল জড়িয়ে স্বাগতিক দর্শকদের ‘স্তব্ধ’ করে দেন।
তবে ঘরের মাঠে সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি বার্সেলোনা। ২১তম মিনিটে লুইস সুয়ারেজ বার্সাকে সমতায় ফেরান। সার্জিও বুসেকেটসের পাস থেকে সান্দ্রো রামিরেস বল উুঁচ করে বাড়ান ফাঁকায় থাকা সুয়ারেজের দিকে। উরুগুয়ে স্ট্রাইকার লাফিয়ে উঠে অসাধারণ এক হেডে গোল করে বার্নাব্যুতে স্বস্তি ফেরান।
৩৫তম মিনিটে বার্সাকে এগিয়ে নেয়ার সুযোগ নষ্ট করে সান্দ্রো রামিরেস। ডি-বক্সের ভেতরে বল পেয়ে লক্ষ্যে শট নিতে ব্যর্থ হন এই স্প্যানিশ তারকা। বিরতির পাঁচ মিনিট আগে সফরকারীদের দারুণ এক প্রচেষ্টা নস্যাৎ করে দেন বার্সা ডিফেন্ডার মার্ক বারত্রা। বিরতির আগে আর কোনো দল গোল না পাওয়ায় ১-১ গোলে প্রথমার্ধ শেষ হয়।
বিরতির পরপরই নেইমার-সুয়ারেজের যুগলবন্দীতে এগিয়ে যায় বার্সেলোনা। ৪৮তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কাটিয়ে সুয়ারেজের উদ্দেশ্যে বল বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। কোনাকুনি শটে সফরকারীদের জাল কাঁপিয়ে বার্নান্যুতে আনন্দের ঢেউ তুলেন লিভারপুলের সাবেক এই তারকা।
বিরতির সাত মিনিট আগে বিপদে পড়ে বার্সেলোনা। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো।
তবে সমর্থকদের শঙ্কা দূর করতে বেশি সময় নেননি লুইস সুয়ারেজ। দুই মিনিট পর দুর্দান্ত এক গোলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন তিনি। নেইমারের পাস থেকে ডি বক্সের ভেতরে বল পেয়ে কোনাকুনি শটে প্রতিপক্ষের জাল কাঁপান সুয়ারেজ।
চলতি মৌসুমে লা লিগায় এই নিয়ে সাত গোল করলেন লুইস সুয়ারেজ। মেসির অনুপস্থিতিতে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে বার্সার হয়ে সর্বোচ্চ ১০ গোলে করেন এই উরুগুয়ে ফরোয়ার্ড।
এই জয়ের ফলে নয় ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল-গড়ে এগিয়ে থাকায় রিয়াল মাদ্রিদ শীর্ষে রয়েছে।
. . . . . . . . .