কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৫, ১০:৫৬ অপরাহ্ণজকিগঞ্জের কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে নাহিদ আহমদ (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ নাহিদ সুলতানপুর ইউপির ইছাপুর গ্রামের আবুল কালাম হাসানের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার বিকাল আনুমানিক ৪ টায় নাহিদ কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে জাল ফেলে উদ্ধার কাজ চালালেও উদ্ধার করতে পারেনি।
জকিগঞ্জ ফায়ার সার্ভিস অফিস জানিয়েছে, খবর পেয়ে তারা একদল ডুবুরি দল নিয়ে উদ্ধার কাজের প্রস্তুতি নিচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নাহিদকে উদ্ধার করা সম্ভব হয়নি।
. . . . . . . . .