চন্ডিপুল থেকে নাজিরবাজার পর্যন্ত অটোরিক্সা চলাচলের দাবীতে স্মারকলিপি

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৫, ১০:৩৮ অপরাহ্ণসিলেট-ঢাকা মহাসড়কের মেট্রোপলিটনের চন্ডিপুল থেকে নাজিরবাজার পর্যন্ত শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে অটোরিক্সা (সিএনজি) চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে (২৫ অক্টেবার) রোববার সকালে তেতলী ইউনিয়ন ছাত্র ও যুব সমাজ উদ্যোগে সিলেটের বিভাগীয় কমিশনার পক্ষে একান্ত সচিব মেহদী হাসান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার কামরুল আহসান ও জেলা প্রশাসক পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী ত্রয়ের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল ইসলাম, তেতলী ইউপি চেয়ারম্যান উসমান আলী, বিশ্বনাথ ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ ছয়ফুল হক, লালাবাজার ইউপি চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, সাবেক চেয়ারম্যান শফিক মিয়া, মধুবন সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তুরুণ মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও সাংস্কৃতিক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী বশির মিয়া, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মুহিত, লালাবাজার বণিক সমিতির সভাপতি বশির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন, অলংকারী ইউপি সদস্য হাবিব মিয়া, আওয়ামীলীগ নেতা মতিন মিয়া, নাজমুল হোসেন, বিশিষ্ট মুরব্বী আব্দুল করিম তোরন, গোলাম মোস্তফা কামাল, ছালিক মেম্বার, নুরুজ্জামান, ইরন মিয়া, হাজী শাহ আলম, আজমল মেম্বার, হাজী আতিক মিয়া, লিটন আহমদ, হারুন মেম্বার, তাজুল ইসলাম, শামীম আহমদ, কামরান আহমদ, জুনু মিয়া সহ ৪ ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ১ আগষ্ট থেকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার চন্ডিপুল হতে নাজির বাজার পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এবং যার মধ্য দিয়ে সিলেট-ঢাকা মহাসড়ক রয়েছ। এই এলাকায় সরকারী-বেসরকারী অসংখ্য স্কুল, কলেজ, মাদরাসা সহ পুলিশ বিভগের দুটি দপ্তর, দক্ষিণ সুরমা থানা, জেলা মা ও শিশু কল্যাণ হাসপাতাল, নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসাপাতাল, ক্যান্সার হাসাপাতাল ও ডেন্টাল হাসপাতাল, দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজ, নুরজাহান মেমোরিয়াল ডিগ্রি মহিলা কলেজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল সেন্টার, ব্র্যাক সদর কার্যালয় অবস্থিত। উল্লিখিত স্কুল, কলেজ, মাদরাসা, হাসপাতাল ও অফিসে যাতায়াতের জন্য কোন কোন ভাবে সিলেট-ঢাকা মহাসড়ক ব্যবহার করতে হয়। কিন্তু বর্তমানে মহাসড়কের তিন চাকার যান চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকা কারণে স্কুল, কলেজ ও নগরীতে অবস্থিত এম.সি কলেজ, সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারী আলিয়া মাদারাসা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি সহ বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয় গামী শিক্ষার্থী বিশেষ করে নারী শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম। এছাড়াও আসন্ন পি.এস.সি, জে.এস.সি, এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার সময় শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌছতে অটোরিক্সা ব্যবহার হয়ে থাকে। মহাসড়কে অটোরিক্সা চলাচল বন্ধ হওয়ায় অভিভাবকগণ দুশ্চিন্তা আছেন। অত্র এলাকার অধিকাংশ লোক জীবিকা নির্বাহে, চিকিৎসার ও বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন শহরে যেতে বিকল্প সড়ক না থাকায় মহাসড়ক অবশ্যই ব্যবহার করতে হয়। কিন্তু দীর্ঘ দিন ধরে অটোরিক্সা চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকায় এই অঞ্চলের লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই হাজার হাজার শিক্ষার্থীর উজ্জল ভবিষ্যতের কথা বিবেচনা করে এবং এই অঞ্চলের জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে সিলেট মেট্রোপলিটন এলাকার আওতাভুক্ত হওয়া মহাসড়কের চন্ডিপুল থেকে নাজিরবাজার পর্যন্ত অটোরিক্সার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোর দাবী জানান।
এদিকে গত ২৩ অক্টোবর শুক্রবার রাতে মহাসড়কের চন্ডিপুল থেকে নাজিরবাজার পর্যন্ত অটোরিক্সার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীকে অনুরোধ জানিয়ে তার কাছে একটি আবেদন প্রদান করেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
. . . . . . . . .