জিন্দাবাজারে প্রকাশ্যে এক ব্যাক্তিকে কুপিয়ে নগদ টাকা ছিনতাই

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৫, ১০:২৬ অপরাহ্ণনগরীর ব্যাস্ততম এলাকা জিন্দাবাজারে দিনদুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যাক্তি। ছিনতাইকারীরা সে সময় ব্যবসায়ীকে কুপিয়ে আট লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইর শিকার সামসুদ্দিন (৩৫)। তিনি কোম্পানিগঞ্জের খাগাইল গ্রামের আবদুস সালামের ছেলে ও সালুটিকরের ফেরদৌস স্ট্রোন ক্রাশারের স্বত্তাধিকারি। রোববার বেলা সোয়া তিনটার দিকে নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টার শপিং সিটির সামনে এ ছিনতাইর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেল সোয়া ৩টার দিকে ব্যবসায়ি সামসুদ্দিন নগরীর জিন্দাবাজার ডাচ বাংলা ব্যাংক থেকে ৮ লাখ টাকা উত্তোলন করে রিকশাযোগে সিটি সেন্টারের সামনে যাওয়া মাত্র মোটর সাইকেলযোগে আসা কয়েকজন ছিনতাইকারি তার গতিরোধ করে উপর্যোপরি পায়ে কোপাতে থাকে এতে তার পা মারাত্মক জখম হয়। এক পর্যায়ে সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে সেটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
সামসুদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছিনতাইর শিকার ব্যক্তির পরিচয় ও টাকার পরিমাণ এখনও জানাযায়নি। পুলিশ ঘটনাস্থলটি পরিদর্শন করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে ব্যস্ত থাকায় কোনা তথ্য পাওয়া যায়নি।
. . . . . . . . .