মাহি আর নিশা হঠাৎ সিলেটে!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৫, ১০:৩৬ অপরাহ্ণকিছু কিছু মানুষের মন উড়নচন্ডি। সে মনে যখন যে সাধ জাগে তাই পূরণে মরিয়া হয়ে ওঠে। সময়-অসময় বলে কোন কথা নেই। ঝড়-বৃষ্টি, রাত বিরাতের তোয়াক্কা করে না।ঢাকাই ছবির শীর্ষ নায়িকা মাহিয়া মাহি আর তার বান্ধবী মডেল, আরজে নিশা ঠিক এমনই উড়নচন্ডী। আজ হঠাৎ সিলেটে গিয়ে যেন তারই শক্ত প্রমাণ দিলেন।
ঘটনা আর কিছুই নেই। দুই বান্ধবী মাহি আর নিশা হঠাৎ সিদ্ধান্ত নিলেন সিলেটে ঘুরতে যাবেন। সকালের মধ্যে তা বাস্তবায়নও করলেন।
সিলেট পৌঁছে মাহমুদা আক্তার নিশা ফেসবুকে দুজনের ছবি আপ দিয়ে একটি স্ট্যাটাসও লিখেন।
তিনি লিখেন, ‘সাডেনলি রাত ১২ টায় ২ বান্ধবী প্ল্যান করলাম সিলেটে যাব। ব্যস সকাল ৭ টায় সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম এবং রাইট নাউ আমি আর মাহি আছি সিলেটে। এক ঘন্টা পর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।’
হঠাৎ ভ্রমণের এই প্রসঙ্গে মাহি বলেন, ‘হঠাৎ করেই চলে আসা। হুটহাট ভ্রমণ করতে বেশ ভালো লাগে। এটা অন্যরকম এক অনুভূতি।’
মাহির সঙ্গে একই সুর মেলালেন নিশাও। বললেন, ‘হুট করে এমন ভ্রমণ বেশ মজার। অনুভূতিটা বলে বোঝাবার নয়।’
. . . . . . . . .