জকিগঞ্জে ব্যবসায়ী মৃত্যু নিয়ে রহস্য, আটক ২

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৫, ১০:১০ অপরাহ্ণজকিগঞ্জের শরীফগঞ্জ বাজারের ব্যবসায়ী হেলাল আহমদ (৪২) শুক্রবার দিবাগত রাত ১১টায় নিজ বাড়িতে হঠাৎ মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যু রহস্যজনক বলে এলাকায় গুঞ্জন চলছে।
জানা গেছে, প্রায় ২ সপ্তাহ আগে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার উপর প্রতিপক্ষরা হামলা চালিয়েছিল। এ ঘটনায় হেলাল বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। প্রতিপক্ষের হামলায় আহত হেলাল চিকিৎসা নিয়ে সুস্থ হলেও শুক্রবার রাতে হঠাৎ মৃত্যুবরণ করায় তার স্বজনরা এ মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন। মৃত হেলাল উদ্দিন শরিফগঞ্জের আনন্দপুর গ্রামের মৃত হাজী জুনাব আলীর ছেলে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় সন্দেহজনক একই গ্রামের আফতার আলীর পুত্র রাজু (২২) ও ছতই আলীর পুত্র মুতলিব আহমদ (৪০) কে আটক করেছে পুলিশ।
জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
. . . . . . . . .