স্বামীর সহযোগিতায় তিন হাজার পুরুষের শয্যাসঙ্গী

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৫, ১০:৪৫ পূর্বাহ্ণফ্রান্সের এক নাগরিকের বিরুদ্ধে স্ত্রীকে দিয়ে পতিতাবৃত্তি করানোর অভিযোগ উঠেছে। লোকটির সহযোগিতায় তার স্ত্রী গত চার বছরে দুই হাজার ৭৪২ জন পুরুষের শয্যাসঙ্গী হয়। ঘটনাটি আদালত পর্যন্ত গড়িয়েছে। এই নিয়ে করা মামলাটি এখন শুনানির পর্যায়ে রয়েছে।
এই কাজ করে তাদের মাসিক আয় ছিল ৪ লক্ষ ৩২ হাজার টাকা। ৫৪ বছর বয়সী লোকটি প্যারিসের মিউআক্স এলাকা থেকে এই ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তাদের পাঁচ বছর বয়সী একটি শিশু রয়েছে।
আদালতে আইনজীবীর প্রশ্নের জবাবে লোকটি জানান, তার ৪৬ বছর বয়সী স্ত্রী যখন কারো বাসায় যেত তখন সন্তানকে নিয়ে তিনি বাইরে গাড়িতে অপেক্ষা করতেন। ইন্টারনেটের মাধ্যমে লোকটি তার স্ত্রীর জন্য গ্রাহক খুঁজে বের করতেন।
গত সপ্তাহে স্বামী-স্ত্রী দুইজনকে গ্রেপ্তার করা হয়। ফ্রান্সে পতিতাবৃত্তি বৈধ হলেও গ্রাহক খুঁজে দেওয়া বৈধ নয়।
লোকটির বিরুদ্ধে এখন ফৌজদারি মামলা চলছে। অভিযোগ প্রমাণিত হলে দশ বছরের কারাদণ্ড হতে পারে। বর্তমানে স্বামী-স্ত্রী জামিনে রয়েছেন।
. . . . . . . . .