ইউরোপে রিফিউজি মহিলারা যৌন হয়রানীর শিকার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৫, ১০:৪৫ পূর্বাহ্ণসুন্দর ভবিষ্যতের আশায় যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে আসা নারী ও শিশুদের উপর যৌন হয়রানী করছে বলে অভিযোগ তুলেছে জাতিসংঘ। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া, আফগানিস্তান, লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের এসব মাইগ্র্যান্টরা দালাল ধরে স্থল ও জলপথে মূলত ইউরোপে প্রবেশ করছেন। দালালদের অর্থ টিক মতো পরিশোধ করতে যেসব মহিলা মাইগ্র্যান্ট ব্যর্থ হচ্ছেন, সেসব মহিলার উপর দালালরা তাদের যৌনক্ষুধা মিটিয়ে থাকে বলে অভিযোগ পেয়েছে জাতিসংঘ। অসহায় মহিলারাও নিরবে তা সহ্য করে যাচ্ছেন বলে উল্লেখ করা হয়। জাতিসংঘের ইউএনএইচসিআর ইউরোপের রিফিউজি মহিলা ও শিশুদের উপর এ অনাচার বন্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে। দালাল ছাড়াও যেসব সাইটে রিফিউজির সংখ্যা বেশি সেই সেসব এলাকায় ক্যাম্পে থাকা পুরুষরাও অর্থের বিনিময়ে এ সুযোগ নিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ একে সার্ভাইভার সেক্স বলে উল্লেখ করেছে।
জাতিসংঘ জানিয়েছে, চলতি বছর প্রায় ৬শ ৪৪ হাজার রিফিউজি সাগর পথে ইউরোপে এসে পৌঁছেছেন। এর মধ্যে এক তৃতীয়াংশই মহিলা এবং শিশু। গ্রিসের দ্যা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্র্যাশন জানিয়েছে চলতি বছর প্রায় ৪৮ হাজার এসাইলাম আবেদন করেছে গ্রীসে। অন্যদিকে জার্মানিতে এ পর্যন্ত প্রায় ৮০ হাজার রিফিউজি জায়গা পেয়েছেন।
. . . . . . . . .