ভারতে মৃত নারীকে গণধর্ষণ!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৫, ১০:৩৭ পূর্বাহ্ণভারতের কবর থেকে তুলে এক মৃত নারীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। উত্তর প্রদেশের গাজিয়াবাদের তেলহাতা গ্রামে এই পৈশাচিক ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তি কবর থেকে ওই নারীর লাশটি তুলে আনে। পরে কবর থেকে ২০ ফুট দূরে নিয়ে লাশটিকে গণধর্ষণ করে তারা।
ভোরবেলায় নগ্ন লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ওই নারীর বাবাকে ডেকে আনে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ওই নারী সন্তান জন্ম দিতে গিয়ে তিন দিন আগে মারা যায় বলে তার পরিবার জানায়। এলাকাবাসী এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।
অভিযুক্তদের বিরুদ্ধে কোন ধারায় মামলা দায়ের করা হবে তা নিয়ে দ্বিধায় রয়েছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধিতে লাশের সঙ্গে যৌন মিলনে কি শাস্তি হবে তা স্পষ্টভাবে কিছু উল্লেখ না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে ২৯৭ ধারায় (কবরে অবৈধ খনন) মামলা করা হতে পারে। দায়ের হতে পারে ৩৭৭ ধারাও (অস্বাভাবিক সঙ্গম)।
সূত্র: আনন্দবাজার, ইন্ডিয়া সংবাদ
. . . . . . . . .