ইজিবাইক উল্টে কোর্ট ইন্সপেক্টর নিহত

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৫, ১০:২৪ অপরাহ্ণচিরিরবন্দরে ইজিবাইক উল্টে নীলফামারীর কোর্ট ইন্সপেক্টর সোহেল আফজাল (৫০) নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার হাশিমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল আফজাল নীলফামারীর সৈয়দপুর থেকে ব্যাটারি চালিত অটোরিকশাযোগে চিরিরবন্দর উপজেলার হাশিমপুর এলাকায় আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। পথে সড়কের বাঁক নিতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হন সোহেল আফজাল। তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য সৈয়দপুর সিএমএইচে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে জনান, সোহেল আফজাল দেড় বছর ধরে নীলফামারীর কোর্ট ইন্সপেক্টরের পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি নীলফামারীর কিশেরীগঞ্জ ও সৈয়দপুর থানার ওসির দায়িত্ব পালন করেছেন। তিনি পরিবার নিয়ে সৈয়দপুরে ভাড়া বাসায় বসবাস করতেন।
. . . . . . . . .