কারাগারের ভেতরই নিজেকে জখম করলো মাসুদ!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৫, ১০:২২ অপরাহ্ণমাসুদ (৩২) নামে মাদক মামলার এক আসামিকে আহত অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে ইদ্রিস ও আরশেদ নামে দুই কারারক্ষী আহত মাসুদকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।
এসময় সাংবাদিকরা ওই দুই কারারক্ষীকে প্রশ্ন করলে তারা জানায়, মাসুদ মাদক মামলার আসামি। শনিবার বিকেলে কারাগারের ভেতরেই সে ধারালো বস্তু দিয়ে পেট, গলা এবং পিঠের বিভিন্ন অংশ কেটে নিজেকে রক্তাক্ত করেন।
তবে কী ধরনের ধারালো বস্তু দিয়ে মাসুদ এ ঘটনা ঘটিয়েছেন এবং কারাগারের ভেতরে তিনি ধারালো বস্তু পেলেনই বা কোথায় এ প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি ওই দুই কারারক্ষী। . . . . . . . . .