সিলেটে বৃত্তি পরীক্ষার নামে ২০ লাখ টাকা হাতিয়ে নিল লিডিং ওয়ার্ল্ড!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৫, ৯:৩৭ অপরাহ্ণসিলেটে অনুমতি ছাড়াই মেধাবৃত্তি পরীক্ষার নামে একটি প্রতিষ্ঠান হাতিয়ে নিয়েছে ২০ লাখ টাকা। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেট বিভাগের ২৪টি থানায় একযোগে ওই ‘মেধাবৃত্তি’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার বিভাগের প্রায় ১০ হাজার কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এদিকে ওই প্রতিষ্ঠানের ‘মেধাবৃত্তি পরীক্ষা’র বিষয়টি জানতে পেরে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাৎক্ষণিকভাবে সিলেটের বিয়ানীজারের পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। তিনি বৃত্তি পরীক্ষার আয়োজকদের আগামীকাল রোববার শিক্ষা বোর্ডে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
জানা যায়, সিলেটের ‘লিডিং ওয়ার্ল্ড’ নামক একটি প্রতিষ্ঠান চলতি মাসের শুরুর দিকে ‘মহাকাল মেধাবৃত্তি’ পরীক্ষা আয়োজন করা হয়েছে এই মর্মে সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফরম দেয়া হয়। সেই ফরম পূরণ করতে প্রতি শিক্ষার্থীকে ২০০ টাকা করে দিতে হয়েছে। সিলেট বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থী ফরম পূরণ করে। চলতি মাসের ১০ তারিখের মধ্যে ওই ফরম জমা নেয়া হয়।
জানা যায়, মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যারা ফরম পূরণ করে জমা দিয়েছে, তাদেরকে দেয়া প্রবেশপত্রে লিডিং ওয়ার্ল্ডের প্রতিষ্ঠানটির ঠিকানায় উলেখ করা হয়েছে- সিলেট নগরীর শিবগঞ্জ, সাদিপুরস্থ তামাবিল রোড। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্কলার্স হোম নামক একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বাংলার প্রভাষক ছালেহ আহমদ বলে জানা গেছে।
লিডিং ওয়ার্ল্ডের কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, তারা বৃত্তি পরীক্ষা আয়োজনের জন্য সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেছিলেন। কিন্তু সেখান থেকে তারা কোন অনুমতি পাননি।
অনুমতি না পেয়েও কেন পরীক্ষার নিলেন, এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।
তবে বৃত্তি পরীক্ষায় সিলেট বিভাগের প্রায় ১০ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে এবং প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা হারে আদায় করা হয়েছে বলে স্বীকার করেন তিনি।
এদিকে অনুমতি ছাড়াই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এজন্য অংশগ্রহণকারী প্রতি শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে নেয়া হয়েছে, এমন খবরে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান গোলাম কিবরিয়া ছুটে যান পরীক্ষাকেন্দ্র বিয়ানীবাজাররস্থ পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ে। তিনি সেখানে উপস্থিত লিডিং ওয়ার্ল্ডের কর্মকর্তা দাবিদার মোশাররফ হোসেনকে আগামীকাল রোববার বোর্ডে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। একইসাথে ওই স্কুলের প্রধান শিক্ষক আবদুল হাছিবকে কারণ দর্শানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আসাদুজ্জামান বলেন, আমি পরীক্ষা আয়োজনকারীদের গ্রেফতার করতে চেয়েছিলাম। তবে শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন, এজন্য তাদের গ্রেফতার করিনি।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, আমি পরীক্ষার আয়োজকদের আগামীকাল বোর্ডে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছি। তারা বোর্ডে না এলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
. . . . . . . . .