আজমিরীগঞ্জে গৃহপরিচারিকাকে ধর্ষণের চেষ্টা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৫, ৩:১৪ অপরাহ্ণআজমিরীগঞ্জে বন্ধুর বাসায় প্রবেশ করে পরিচারিকাকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালিয়েছে লম্পট জানসু। এসময় গৃহকর্ত্রী বিষয়টি আঁচ করে বাঁধা দিতে গেলে ওই লম্পট তার উপর চড়াও হয়। পরে গৃহকর্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট জানসু পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে আজমিরীগঞ্জ পৌর এলাকার আর কে মেডিক্যাল হলের স্বত্ত্বাধীকারী গৌরি রানী দেবনাথের বাসায়।
জানা যায়, আজমিরীগঞ্জ বাজারের আর কে মেডিক্যাল হলের মাতৃ কুঞ্জ ভিলার মালিক ডাঃ গৌরী রাণী দেবনাথের পুত্র রিংকু দেবনাথের বন্ধু পৌর এলাকার নগর গ্রামের হাজী নুর মিয়ার পুত্র ঠিকাদার আমিনুল ইসলাম জানসু (৩৫) বন্ধুত্বের সুবাদে প্রায়ই ওই বাসায় আসা যাওয়া করে। এরই সুবাদে জানসুর কুনজর পরে রিংকুর বাসার সুন্দরী কাজের মেয়ের উপর।
গতকাল শুক্রবার বিকাল ৫টায় জানসু রিংকুর খোঁজে তার বাসার ভিতরে প্রবেশ করে। এসময় রিংকুকে বাসায় না পেয়ে সে বের হয়ে যায়। কিছুক্ষন পর জানসু একটি নতুন তালা নিয়ে আবারো রিংকুর বাসায় প্রবেশ করে মূল গেইটে তালা ঝুলিয়ে দেয়। ওই সময় বাসায় তার বন্ধু রিংকর মা গৌরী রাণী দেবনাথ দুপুরের খাবার খেয়ে ঘুমে ছিলেন। এই সযোগে জানসু সুন্দরী কাজের মেয়েকে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় তার শোর চিৎকারে বাসার গৃহকর্ত্রী গৌরীসহ আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় লম্পট জানসু গৌরী রানীর উপর চড়াও হয়। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়ে গেইটের তালা খুলে বাজারের উপর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। বাজারের লোকজন এসময় ওই লম্পটটিকে পিছনে ধাওয়া করে ধরতে পারেনি।
এ ঘটনায় আজমিরীগঞ্জ বাজারে তোলপাড় সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী মিয়া ও আজমিরীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) অহিদুজ্জামান পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে আজমিরীগঞ্জ অফিসার ইনর্চাজ অহিদুজ্জামান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
. . . . . . . . .