প্রলয়ঙ্করী ঝড়ের সঙ্গে বিমানের লড়াই, দেখুন ভিডিও

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৫, ৩:১১ অপরাহ্ণ২৬৬ কিলোমিটার গতিতে ধেয়ে আসা ঝড়ের সঙ্গে প্লেনের লড়াই। হ্যাঁ। ঠিক এমনটাই।
আকাশে মেঘ কাটিয়ে কাটিয়ে উড়ছে উড়ো জাহাজ। হঠাৎ সামনে থেকে ধেয়ে আসছে ১৬৫ মাইল বেগের ঝড়। মেঘকে না হয় পাস কাটিয়ে নেওয়া যায়, কিন্তু কীভাবে এই রকম একটা প্রচণ্ড শক্তিশালী ও দ্রুত গতির ঝড়ের মোকাবিলা করবেন বিমান চালক?
শুক্রবার ম্যাক্সিকোতে আছড়ে পড়ে হারিকেন প্যাট্রিসিয়া। আবহাওয়াবিদরা মনে করছেন, সাম্প্রতিক কালের সবথেকে শক্তিশালী ঝড় গুলির মধ্যে হারিকেন প্যাট্রিসিয়া সবথেকে শক্তিশালী যার গতিবেগ ঘণ্টায় ৩০০ কিমি পর্যন্ত।
হারিকেন প্যাট্রিসিয়া ফিলিপাইনের টাইফুন হাইয়ানের মতই শক্তিশালী। টাইফুন তাণ্ডবে ২০১৩ সালে ফিলিপাইনে প্রায় ৭০০০ মানুষের মৃত্যু হয়েছিল।
মেক্সিকোর রাষ্ট্রপতি এনরিক পেনা রিটো বলেন, ‘হারিকেন প্যাট্রিসিয়া আমাদের কতটা ক্ষতি করল তা আন্দাজ করা সম্ভব নয়। এর আগেও আমরা ঝড়ের মোকাবিলা করেছি কিন্তু হারিকেন প্যাট্রিসিয়ার মত ভয়ংকর ঝড়ের সম্মুখীন হয়নি।
এই ঝড়ের কারণে মেক্সিকোতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
সূত্র: জিনিউজ . . . . . . . . .