তামার তার পাচারকারী চক্রের ৩ সদস্য আটক

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৫, ৩:০৪ অপরাহ্ণর্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা এক অভিযান চালিয়ে তামার তার পাচারকারীচক্রের তিন সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন কুমিল্লার চান্দিনার সরাফত আলীর ছেলে মফিজ উদ্দিন (৫৫), মাগুরা সদর উপজেলার আক্কাস শেখের ছেলে মো. রিপন হোসেন (২২) ও একই এলাকার রেজাইল মোল্লার ছেলে সজীব হোসেন (২০)। শুক্রবার দিবাগত রাতে শ্রীমঙ্গল শাহী ঈদগাহ এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে প্রায় সাত মন তামার তার উদ্ধার করা হয় এবং তার বহনকারী কাভার্ডভ্যানটিও জব্দ করেন র্যাব সদস্যরা। আটকদের শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, উদ্ধারকৃত তামার তারের বাজার মূল্য আনুমানিক পৌনে দুই লাখ টাকা।
শ্রীমঙ্গল থানার কর্তব্যরত অফিসার ও শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) লায়লাতুন নাহার ধৃতদের পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, র্যাবের দেওয়া এজহার অনুযায়ী দণ্ডবিধি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
. . . . . . . . .