৬ মাসেও লাগেজ পাননি বাংলাদেশ বিমানের যাত্রী

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫, ৯:৩১ অপরাহ্ণওমরাহ পালন শেষে দেশে ফেরার ৬ মাসেও লাগেজ ফেরত পাননি বাংলাদেশ বিমানের এক যাত্রী। বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ধর্ণা দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না তিনি। লাগেজটি ফেরত পেতে কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন যাত্রী রুমেনা বেগম। তিনি সিলেট শহরতলীর কান্দিগাঁও ইউনিয়নের অনন্তপুর গ্রামের ফজর আলীর কন্যা।
রুমেনা বেগমের স্বজন আব্দুল মালিক জানান, রুমেনা বেগম তার মাকে নিয়ে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গিয়েছিলেন। গত ২২ এপ্রিল বাংলাদেশ বিমানের (বিজি-৩০৮) একটি ফ্লাইটে জেদ্দা থেকে সিলেটে এসে পৌঁছেন। তবে,তারা নিজেরা এসে পৌঁছলেও গত ৬ মাসেও পৌঁছেনি রুমেনা বেগমের লাগেজ। স্বর্ণালংকারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল রয়েছে ঐ লাগেজে।
আব্দুল মালিক জানান, রুমেনা বেগম দেশে ফেরার পর থেকে লাগেজের সন্ধানে সিলেট ওসমানী বিমানবন্দরে হারানো ও প্রাপ্তি শাখায় যোগাযোগ করার পরও কোন প্রতিকার পাচ্ছেন না। কর্তৃপক্ষ তাদের ক্ষতিপূরণ দেবে বলে আশ্বাস দিচ্ছে। তবে কবে নাগাদ লাগেজ বা এর ক্ষতিপূরণ পাওয়া যাবে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে সিলেট বিমানবন্দরে হারানো ও প্রাপ্তি শাখার ইনচার্জ মজিবুর রহমান জানান, রুমেনা বেগমের স্বজনরা তাদের সাথে যোগাযোগ করেছেন। তারা ঢাকাসহ সব জায়গায় খোঁজ নিচ্ছেন। তবে হয়তো কোথাও আছে। কিন্তু কম্পিউটারে দেখাচ্ছে না। মুজিবুর রহমান ক্ষতিপূরণের জন্য আবেদনের কথা লাগেজের মালিককে বলেছেন বলে জানান। তবে ক্ষতিপূরণও কখন পেতে পারেন এব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
বাংলাদেশ বিমানের সিলেট এম এ জি ওসমানী এয়ারপোর্টের ম্যানেজারের সাথে এ ব্যাপারে কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
. . . . . . . . .