এএসআই ইব্রাহীম হত্যা : সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ জড়িত: আইজিপি

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫, ৫:১০ অপরাহ্ণরাজধানীর গাবতলীতে ব্যাগ তল্লাশির সময় ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা হত্যাকাণ্ডে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ জড়িত বলে জানিয়েছেন পুলিশের আইজিপি শহীদুল হক।
শুক্রবার রাজারবাগ পুলিশ লাইন্সে ওই এএসআইয়ের জানাজা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আইজিপি বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আমরা কিছু তথ্য পেয়েছি। তার তথ্যের আলোকে আমরা কামরাঙ্গিরচরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার অভিযান চলছে। মনে হয়েছে তারা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ। তারপরও পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।’
এএসআই নিহতের ঘটনাটি ডিবি ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত করছে বলে জানান তিনি।
পুলিশের আইজিপি শহীদুল হক বলেন, ‘ অত্যন্ত দুঃখজনক ঘটনা এটি। এএসআই ইব্রাহিম অত্যন্ত সাহসের সঙ্গে তার দায়িত্ব পালন করছিলেন। তিনি নির্দেশনা অনুযায়ী ওই ব্যক্তির লাগেজ তল্লাসী করছিলেন। আর এ সময়ই তাকে ছুরিকাঘাত করা হয়।’
এ হত্যাকাণ্ডে কারা জড়িত তা পুলিশ দ্রুত উৎঘাটন করতে পারবে বলে তিনি আশা করেন।
এ ঘটনায় জামায়াতের সংশ্লিষ্টতা রয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাসুদকে জিজ্ঞাসাবাদে এমন তথ্য এসেছে। তারপরও আমরা বিষয়টি তদন্ত করছি। যখন যাচাই-বাছাই হবে তখন পূর্ণাঙ্গভাবে বলা যাবে কারা জড়িত।’
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘মাসুদের তথ্য মতে আমরা কামরাঙ্গিরচরে ব্যাপক বিস্ফোরক ও বোমা উদ্ধার করেছি। গাজীপুর থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। পূর্ণাঙ্গ তদন্তেই বোঝা যাবে এর পেছনে কারা জড়িত এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’
জানাজায় অংশ নেয়া নিহত ইব্রাহিম মোল্লার ভগ্নিপতি জামাল হায়দার জানা, তার (ইব্রাহিম) কোনো ধরনের শত্রু ছিল না। তিনি ২০০৩ সালে পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন। ২০১২ সালে এএসআই হিসেবে পদোন্নতি পান। এএসআই হওয়ার আগে তিনি ভাসানটেক থানায় কর্মরত ছিলেন। পরে দারুস সালামে বদলি হন।
তিনি আরও জানান, নিহত ইব্রাহীম এক পুত্র ও কন্যা সন্তানের জনক। বড় সন্তান জান্নাতুল ফেরদৌসের বয়স পাঁচ ও ছোট সন্তান পরাগের বয়স মাত্র দেড় বছর।
ইব্রাহীমের জানাজা শেষে তার লাশ পুলিশের পাহারায় বাগেটহাটের কচুয়া উপজেরার পালপাড়া গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে আছেন তার ভগ্নিপতি জামাল হায়দার, স্ত্রী খায়রুন নেসা ও তার পরিবারের সদস্যরা।
. . . . . . . . .