ধর্ষকের শিশুপুত্রের মাথা কেটে নিল ধর্ষিতা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫, ৫:০৬ অপরাহ্ণনিজেই ধর্ষণের প্রতিশোধ নিল ধর্ষিত কিশোরী। ধর্ষকের শিশুপুত্রের মাথা কেটে নিল সে। উত্তরপ্রদেশের খের অঞ্চলের ঘটেছে এ চাঞ্চল্যকর ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রামে খুন হয় ৫ বছরের শিশু অমিত। শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়, নিখোঁজ হওয়ার আগে গ্রামের এক কিশোরীর সঙ্গে তাকে দেখা গিয়েছিল। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারের পর কিশোরীকে জেরা করে পুলিশ জানতে পায়, ধর্ষণের প্রতিশোধ নিতেই শিশুটিকে খুন করেছে সে।
ফলে মাত্র তেরো বছর বয়সে পাঁচ বছরের শিশুকে হত্যায় অভিযুক্ত হয়েছে ওই কিশোরী।
জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, শিশুটির বাবা রিঙ্কু সম্প্রতি তাকে ধর্ষণ করে। এই কারণে সে এই কাজ করেছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার বাড়ির সামনে খেলছিল অমিত। এই সময় তাকে নিয়ে পাশের ফাঁকা জমিতে হাজির হয় কিশোরী। সেখানে ছুরি দিয়ে শিশুটির দেহ থেকে মাথা ছিন্ন করে ফেলে। এরপর ব্যাগের মধ্যে দেহ ভরে পুড়িয়ে ফেলে।
কিশোরী আরো বলে, কিছু দিন আগে অমিতের বাবা রিঙ্কু তাকে ধর্ষণ করে। কিশোরীর পরিবারের পক্ষ থেকেও এই অভিযোগ করা হয়েছে। সেই অপমানের প্রতিশোধ নিতেই অমিতকে খুন করে কিশোরী।
তবে ঘটনার পেছনে স্থানীয় তান্ত্রিকদের ভূমিকা আছে কি না তা খতিয়ে দেখছে গোয়েন্দারা।
. . . . . . . . .