প্রতিমা বিসর্জনে প্রস্তুত সুরমা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫, ২:১৪ অপরাহ্ণবিজয়া শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন করা হবে। এর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হচ্ছে আজ। মর্তলোকে পূজিত হয়ে মা দুর্গা ফের স্বর্গলোকে বিদায় নেবেন। অশ্রুসজল চোখে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিসর্জন দেবেন দেবী প্রতিমা। সেই সঙ্গে ভাঙবে পাঁচ দিনের সার্বজনীন মিলন মেলা। এ উপলক্ষে প্রস্তুত সুরমা নদীও।
শুক্রবার বিকালে নগরীতে বিজয়া শোভাযাত্রা বের করা হবে। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা শেষ হবে কèীন ব্রীজস্থ চাঁদনীঘাটে।
এরপর সুরমায় মায়ের প্রতিমা বিসর্জন হবে। তাই প্রস্তুত করা হয়েছে সুরমাকে। চাঁদনীঘাট এলাকায় সকাল থেকেই নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া প্রতিমা বিসর্জনের ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে। স্থান পরিবর্তন করেছে সুরমা নদীতে ভাসমান রেস্টুরেন্ট ‘সুরমা রিভারক্রুজ’। চাঁদনীঘাট থেকে রিভার ক্রুজটি কাজিরবাজারস্থ সাতকরাঘাটে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গাপূজা। সব পূজামণ্ডপের বাতাসেই বিষাদের ছায়া নেমে এসেছে। চলছে ঢাক-কাঁসরের বাদ্য-বাজনা, আরতি ও পূজারি-ভক্তদের পূজা-অর্চনায় মা দুর্গার বিদায়ের আয়োজন। পঞ্জিকা মতে এবার দেবী দুর্গা পৃথিবীতে এসেছেন ঘোড়ায় চড়ে। আর স্বর্গে স্বামীগৃহে ফিরবেন পালকিতে চড়ে।
. . . . . . . . .