আজমিরীগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা যুবক আটক

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫, ১০:৫০ পূর্বাহ্ণআজমিরীগঞ্জে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করেছে এক লম্পট। ঘটনার হোতা সঞ্জয় দাসকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। জানা যায়, বুধবার দিবাগত রাতে আজমিরীগঞ্জের রনিয়া গ্রামের রাখাল চন্দ্র দাস তার স্ত্রীকে ঘরে রেখে মাছ ধরতে হাওরে যায়।
রাত প্রায় ১১টায় একই গ্রামের মনা দাসের পুত্র সঞ্জয় দাস (২৫) ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে রাখালের স্ত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় ওই মহিলার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সঞ্জয় পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এলাকার লোকজন তাকে ধাওয়া করে সমীপুর পূজামন্ডপ থেকে আটক করে। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে রাত ১টায় আজমিরীগঞ্জ থানায় সোপর্দ করে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আতর আলী মিয়া আগামী শনিবার বিচারের আশ্বাস দিয়ে লম্পট সঞ্জয়কে ছাড়িয়ে নেন।
ছবি: প্রতিকী
. . . . . . . . .