আর্জেন্টিনা-যুদ্ধে নেইমারকে পাচ্ছে ব্রাজিল

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫, ১০:৪৯ পূর্বাহ্ণচার ম্যাচের নিষেধাজ্ঞা শেষ। ব্রাজিল জাতীয় দলে ফেরার পথে আর কোনো বাধা নেই অধিনায়ক নেইমারের। কোপা আমেরিকায় অখেলোয়াড়সূলভ আচরণের জন্য চার ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন নেইমার। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ফিরবেন ব্রাজিলিয়ান অধিনায়ক। নিষেধাজ্ঞা শেষে জাতীয় দলে ফেরার জন্য এর চেয়ে আদর্শ মঞ্চ আর হতে পারে না।
ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হওয়া মানে উত্তেজনা, রোমাঞ্চ ও হাড্ডাহাড্ডি লড়াই। হোক সেটা প্রীতি ম্যাচ বা আন্তর্জাতিক কোনো ম্যাচে। তবে ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গার কাছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বির মুখোমুখি হওয়াটা আরো বেশি কিছু। তিনি এটাকে আখ্যায়িত করেছেন ‘যুদ্ধ’ হিসেবে।
আগামী মাসের আর্জেন্টিনা ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার নেইমারকে নিয়েই দল ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। হাঁটুর ইনজুরির কারণে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে ম্যাচটি মিস করবেন বলেই মনে হচ্ছে। তাই দুঙ্গার হাসি আরো চওড়া হয়েছে।
কার্লোস দুঙ্গা মেসির না থাকা নিয়ে বলেন, ‘আর্জেন্টিনার বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় রয়েছে এবং মেসির মতো খেলোয়াড় না থাকাটা তারা সামলে নিবে।’
এরপর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে খেলা সবসময়ই একটা যুদ্ধ। দুই দলের মধ্যে ভীষণ প্রতিদ্বন্দ্বিতা কাজ করে যেটি খেলাকে আরো কঠিন করে তোলে। আমাদের অনেক দারুণ খেলতে হবে এবং প্রতিটি পদক্ষেপেই সতর্ক হতে হবে। আমরা জানি, প্রতিটা ট্যাকল ও পাসই ম্যাচের ফলাফল নির্ধারক হয়ে উঠতে পারে। আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে এবং নিজেদের সেরাটা নিংড়ে দিতে হবে।’
নেইমার দলে ফেরায় নিজের স্বস্তির কথা জানাতে ভুলেননি ব্রাজিল কোচ, ‘বিশ্বকাপ বাছাইয়ের শুরুতে আমরা নেইমারকে পাইনি। এখন তাকে ফিরে পেয়ে আমরা আনন্দিত। সে আমাদের (জয়ের) সম্ভাবনা অনেক বাড়িয়ে দিবে।’
এদিকে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ডিফেন্ডার ডেভিড লুইসও আর্জেন্টিনা দলে ফেরার স্বস্তি প্রকাশ করেন কার্লোস দুঙ্গা। বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুই ম্যাচে চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারেননি লুইস। তবে আর্জেন্টিনার বিপক্ষে এই পিএসজি তারকা ফিরবেন বলে আশাবাদী ব্রাজিল কোচ।
প্রসঙ্গত, ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে চিলির কাছে ২-০ গোলের হার দিয়ে যাত্রা শুরু হয় ব্রাজিলের। তবে দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়ে ছন্দে ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ১২ নভেম্বর বুয়েন্স এইরেসে স্বাগতিক আর্জেন্টিনার বিপক্ষে তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে সেলেসাওরা।
. . . . . . . . .