বিশ্বনাথে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার : গ্রাম পুলিশের উপর হামলা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫, ৭:৩৭ পূর্বাহ্ণ
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন বলেন, থানার এস আই নূরে আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে খুন-ডাকাতি ও গণধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় খুন-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিশ্বনাথে খুন, গণধর্ষণ ও ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী ছুনু মিয়াকে গ্রেফতার করতে পুলিশকে সহযোগীতা করায় এক গ্রাম পুলিশের উপর হামলা করেছে বলে আসামীর স্বজনরা এমন অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন গ্রাম পুলিশ তুরন মিয়া (৪৫)। তিনি বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার রায়কেলী গ্রামের আসামির বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। আহত গ্রাম পুলিশ প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এব্যাপারে আহত গ্রাম পুলিশ তুরন মিয়া বলেন, কুখ্যাত আসামী ছুনু মিয়াকে গ্রেফতার করতে পুলিশকে সহযোগীতা করি । পুলিশ ছুনু মিয়াকে গ্রেফতার করে থানায় আসার পথে। আসামির চাচা নুর ইসলাম, ভাতিজা মঞ্জুর আলম ও গৌছ আলী লোকজন আমার উপর হামলা করেছে। এতে আহত হই। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।
হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন বলেন, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিত চলছে।
. . . . . . . . .