কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফেসবুকে, শ্রীঘরে যুবক

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫, ৭:১৭ পূর্বাহ্ণপরিচয়। প্রেম। বিয়ে। সংসার। তালাক। অতঃপর বৈবাহিক জীবনের ধারণকৃত ভিডিও চিত্র ফেসবুকে প্রকাশ। এবার শ্রীঘরে। সম্প্রতি এমন কাণ্ড ঘটেছে নওগাঁর ধামইরহাটে।
পুলিশ ও ভিক্টিমের পারিবারিক সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার কাজীপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে রকি আহম্মেদ ফয়সাল (২৫)। তার সঙ্গে একই গ্রামের এক কলেজছাত্রীর (২২) প্রেমের সম্পর্ক হয়।
পরে তাদের মধ্যে বিয়েও হয়। বেশ ভালই যাচ্ছিল তাদের বৈবাহিক জীবন। এসময় স্ত্রীর সঙ্গে যৌন মিলনের দৃশ্য ভিডিও করে রাখেন রকি। কিন্তু পরবর্তিতে তাদের সম্পর্কের টানাপোরেন দেখা দেয়। এর ধারাবহিকতায় কিছুদিন আগে তাদের বিয়ে ভেঙে যায়।
পুলিশ জানিয়েছে, বিয়ে ভেঙে যাওয়ার পর রকি তার সাবেক স্ত্রীর সঙ্গে ধারণকৃত আপত্তিকর ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে দেয়।
এমন অভিযোগে রকি আহম্মেদ ফয়সালের (২৮) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভিক্টিমের মা। পুলিশ অভিযুক্ত রকিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
ধামইরহাট থানার ওসি মীর্জা. মো. আবদুস ছালাম জানান, উপজেলার কাজীপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে রকি আহম্মেদ ফয়সাল একই গ্রামের এক কলেজপড়ুয়া মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ে করে।
এরপর সংসার করাকালে গোপনে স্ত্রীর সঙ্গে যৌন মিলনের আপত্তিকর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে সে। সম্প্রতি তাদের মধ্যে বনাবনি না হওয়ায় ওই কলেজছাত্রী রকিকে তালাক দেন। এতে ক্ষীপ্ত হয়ে রকি তার সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়।
. . . . . . . . .