১০ ইউরোর বদলে শরণার্থী শিবিরে দেহ ব্যবসা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫, ৭:০৭ পূর্বাহ্ণশরণার্থী শিবিরে অবাধে চলছে যৌন ব্যবসা। বিভিন্ন দেশ থেকে শরণার্থী শিবিরে অংশ নেওয়া মহিলাদের জোর করে যৌন পেশায় নামানো হচ্ছে। বদলে মিলছে জন পিছু ১০ ইউরো। কেউ কেউ পেটের তাড়নায় রাজিও হচ্ছেন যৌন পেশায় নামতে।
ডেইলি মেল সূত্রে খবর, জার্মানির শরণার্থী আশ্রয়কেন্দ্রগুলিতে যৌন নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। বাডেন-উইয়েরটেমবার্গ প্রদেশের শরণার্থী ক্যাম্পে অন্তত ছয়টি ধর্ষণের ঘটনার প্রমাণ মিলেছে। সেদেশের মানবাধিকার সংগঠনগুলি এ বিষয়ে সরকারের কাছে আবেদন করতে চলেছে বলে খবর। মানবাধিকারকর্মী গেজেল হেগ জানিয়েছেন, “অসহায় মানুষগুলোর উপর এই নির্যাতন চলছে প্রশাসনের নাকের ডগায়। কিন্তু কেউ কিছু করছে না। যেন দেখারই নেই কেউ!”
অন্যদিকে কিটজিনজেন শহরের একটি শরণার্থী টানা ১০ দিন নিয়মিত যৌন নির্যাতনের শিকার হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ করেছেন। নিজের অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, ওই ক্যাম্পে তাঁকে ১০ দিন ধরে যৌন হেনস্থা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১ অক্টোবর থেকে ১০ অক্টোবরের মধ্যে।
. . . . . . . . .