সোবহানীঘাটে দুই ছিনতাইকারীকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫, ৭:০৫ পূর্বাহ্ণসিলেট নগরীর সোবহানীঘাটে এক মহিলার কাছ থেকে ভ্যানেটিব্যাগ ছিনিয়ে নেয়ার সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে তাদেরকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোর্পদ করা হয়। এসময় জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটর সাইকেল আগুল দিয়ে পুড়িয়ে দেয়।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সোবহানীঘাট কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে। গণধোলাইয়ে আহত দুই ছিনতাইকারীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সোবহানীঘাট কাঁচাবাজারের সামনে একটি মোটর সাইকেলে তিনজন ছিনতাইকারী এসে রিকশারোহী এক মহিলার গতিরোধ করে। তারা মহিলার কাছ থেকে ভ্যানেটিব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
মহিলার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তিন ছিনতাইকারীকে আটক করেন। উত্তম-মধ্যমের এক পর্যায়ে এক ছিনতাইকারী পালিয়ে যায়। বাকি দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক ছিনতাইকারীরা হলো- দক্ষিণ সুরমার কুচাই এলাকার আফতাব আলীর ছেলে রাবেল ও বিলাল আহমদের ছেলে রুবেল।
কোতোয়ালী থানার এসআই শাহজাহান বলেন- ছিনতাইর সময় জনতা দুই ছিনতাইকারীকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আহতাবস্থায় তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের মোটর সাইকেল পুড়িয়ে দেয়ার সত্যতা নিশ্চিত করেন তিনি। . . . . . . . . .