জগন্নাথপুরে সংঘর্ষে নারীসহ আহত ৩০

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫, ৬:৪৮ পূর্বাহ্ণসুনামগঞ্জের জগন্নাথপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে ৪ দফা সংঘর্ষের ঘটনায় নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের হবি মেম্বার ও আশিক মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার রাত ৮ টার দিকে মোহাম্মদপুর গ্রাম, স্থানীয় এরালিয়া বাজার, জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্ট ও হাসপাতালের ভেতরে উভয় পক্ষের লোকজনের মধ্যে ৪ দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশদল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হচ্ছেন, মুহিবুর রহমান, রুমেন মিয়া, জমত আলী, আজমল হোসেন, রুহেনা বেগম, আব্দুন নুর, আজর আলী, ধন মিয়া, মোফাজ্জল হোসেন, শিমু মিয়া, মাহবুব মিয়া, সৈয়দ আজমল আলী, সৈয়দ আলমাছ আলী, জামাল মিয়া, অজুদ মিয়া, আহমদ হোসাইন লিজু, সৈয়দ মনসুর আলী, মাহমদ আলী, আকবর আলী, আখলুছ মিয়া, আশিক মিয়া, মনির মিয়া, আজর মিয়া, সেলিম ও আফরোজ আলী।
আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে এখনো থানায় কোন পক্ষের অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। . . . . . . . . .