বিশ্বনাথে সুজিনা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৫, ১০:২৮ অপরাহ্ণনিজস্ব সংবাদদাতা, বিশ্বনাথ :: বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী সুজিনা বেগম হত্য মামলার এজাহার নামীয় প্রধান আসামি জুনাব আলীকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ওই মামলায় আরও ২জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান জানেিয়ছেন।
গত ২১ জুলাই বিকেলে নিহত সুজিনার মামা ক্বারী আব্দুন নুর বাদী হয়ে থানায় হত্যার চেষ্টাসহ হত্যা মামলা দায়েরে করেন, (মামলা নং ১৪)। মামলায় ৪জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত রাখা হয়।
এর আগে গত রোজার ঈদের পরদিন রাতে নববধূ সুজনার পিত্রালয় বিশ্বনাথের দৌলতপুর পশ্চিম পাড়ায় অতিথি সেজে ঘরে ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। এর ৬ মাস আগে দৌলতপুর পশ্চিম পাড়ার মৃত হাজী আব্দুর রউফের মেয়ে সুজিনার বিয়ে হয় জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মুরাদ মিয়ার সঙ্গে।
. . . . . . . . .