এরশাদের সঙ্গে নৈশভোজে মডেল তিথি

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৫, ১০:০৪ অপরাহ্ণজাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে নৈশভোজ করলেন মডেল-অভিনেত্রী কবির তিথি।
সম্প্রতি একটি ম্যাগাজিনের ফটোশুটে অংশ নেন তিথি। সেখানে আগেই উপস্থিত ছিলেন এরশাদ। এমন সময় মুখোমুখি হলেন দু’জন। কিছুক্ষণ আলাপচারিতার পর একসঙ্গে নৈশভোজ করেছেন এরশাদ ও তিথি।
তিথি জানান, এরশাদ আঙ্কেল অনেক ভাল একজন মানুষ। আমার খুব প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ইউ লুক সো প্রিটি। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে বেশ ভাল লেগেছে।
এ নৈশভোজে এরশাদ ও কবির তিথি ছাড়া মডেল-অভিনেতা নিরবও উপস্থিত ছিলেন। নৈশভোজ শেষে এরশাদ ও তিথি একসঙ্গে ছবি তুলেন। সেই ছবি তিথি নিজের ফেসবুক ওয়ালেও পোস্ট করেন।
. . . . . . . . .