সকলের মাঝে ধর্মীয় সহানুভূতি জাগ্রত রেখে কাজ করার আহবান জানালেন মিসবাহ সিরাজ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৫, ৬:৩৮ অপরাহ্ণআওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে দূর্গ পূজার শুভেচ্ছা জানান।
তিনি বলেন, এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্মের লোকের বসবাস। প্রত্যেক ধর্মীয় উৎসব আনন্দ চিত্তে সকলে অংশ গ্রহন করে। তিনি শান্তিপূর্ন ভাবে এ দেশের প্রতিটি ঘরে ঘরে যেন পরিবারের সকলকে নিয়ে ধর্মীয় অনন্দ উপভোগ করতে পারে সে ব্যাপারে লক্ষ রাখতে হবে।
তিনি সকলের মাঝে ধর্মীয় সহানুভূতি জাগ্রত রেখে কাজ করার আহবান জানান। সারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মালম্বীদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে রামকৃষ্ণ মিশন, চৈতালী সংঘ, মিতালী সংঘ, মণিপূরি রাজবাড়ী এবং সনাতন যুব সংঘ সহ নগীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, আওয়ামীলীগ নেতা জুবের খান, মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, সজীব রঞ্জন দাস, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডভোকেট আব্বাস উদ্দিন, মহানগর যুবলীগের সদস্য শান্ত দেব।
পূজা কমিটির নেতৃবেন্দর মাঝে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথা নন্দ জি মহারাজ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য কল্যাণ পরিষদের সিলেট জেলার সভাপতি বিরাজ মাদব চক্রবর্তী মানস, মহানগর পূর্জা উদযাপন পরিষদের সভাপতি বিমান চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, দিবাকর ধর রাম, বিভাস সাম পুরকায়স্ত, এডভোকেট শান্তু দাস, কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, মিহির দেব, নেহার রঞ্জন দাস, মদন মোহন করমকার, সুবাস রঞ্জন রায়, নিকিলেস দাশ, হিমাংসু রায় হিমেল, আমিস কপালী, উজ্জল রায় প্রমুখ . . . . . . . . .