আজ বিজয়া দশমী, কাল বিসর্জন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৫, ২:৩৫ অপরাহ্ণশুভ বিজয়া দশমী আজ বৃহস্পতিবার। পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। একই দিনে দুর্গোৎসবের মহানবমীর আনুষ্ঠানিকতা পালন করা হবে।
প্রতিমা বিসর্জন হবে আগামীকাল শুক্রবার। এরই মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। এ বছর নবমী ও দশমী তিথি একই দিনে থাকায় শাস্ত্রীয় বিধান মেনে পূজার সব আনুষ্ঠানিকতা আজ শেষ হয়ে যাবে। অবশ্য আজ বিজয়া দশমী হলেও ভক্ত ও দর্শনার্থীরা সারা দিন বিভিন্ন মণ্ডপে প্রতিমা দেখতে যেতে পারবেন। কারণ পূজা উদ্যাপন পরিষদের সিদ্ধান্ত অনুসারে সারা দেশে প্রতিমা বিসর্জন হবে কাল শুক্রবার।
সনাতন হিন্দুদের ধর্মবিশ্বাস অনুসারে, দেবী দুর্গা তাঁর সন্তানদের নিয়ে মর্ত্যে আসার জন্য মহালয়ার দিন যাত্রা শুরু করেন। ১২ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের শুরু হয়েছিল। আর বিজয়া দশমীতে সন্তানদের নিয়ে স্বর্গে ফিরে যান দেবী। এ বছর দেবী দুর্গা ঘোড়ায় মর্ত্যে এসেছিলেন, আর দোলায় করে ফিরে যাবেন। বুধবার সারা দেশে মহা সমারোহে উদ্যাপিত হয়েছে দুর্গাপূজার মহাষ্টমী।
. . . . . . . . .