ভাবির পর এবার দেবরকে অ্যাসিড নিক্ষেপ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫, ৫:৫৬ অপরাহ্ণএক দিনের ব্যবধানে গৃহবধূ মোরশেদা বেগমের পর এবার দেবর জাকারিয়া হোসেনকে (২৪) অ্যাসিড মেরেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হিলির মাধবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জাকারিয়া ওই গ্রামের মৃত আবদুল কুদ্দুস আলীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক। তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন জাকারিয়া হোসেন বলেন, ‘মঙ্গলবার রাতে ভ্যান রেখে বাড়িতে গিয়ে টিউবওয়েলপাড়ে যাই হাত-মুখ ধুতে। এ সময় বেড়ার পাশে একটা শব্দ শুনতে পাই। তা দেখার জন্য মাথা উঁচু করলে বেড়ার পাশে থেকে পানির মতো কিছু একটা শরীরে এসে পড়ে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড জ্বালা-যন্ত্রণা শুরু হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে আসে।’
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার সুলতান মাহমুদ জানান, জাকারিয়া হোসেনের বাঁ হাতের ৫-৬ শতাংশ পুড়ে গেছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সোমবার রাতে একইভাবে তার ভাবি মোরশেদা বেগমকে অ্যাসিড মারে দুর্বৃত্তরা। এতে তার মুখের ৫ শতাংশ পুড়ে যায়। বর্তমানে তিনি দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
. . . . . . . . .