নগর কাঁপানোর হুমকি পরীমনির!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫, ৯:৩১ পূর্বাহ্ণ‘নগরে যখন পা ফেলেছি নগরতো তখন কাঁপাবোই, মাস্তানি শুধু খারাপ হয় না খারাপকে ভালো করাটাও একটা বড় মাস্তানি। খারাপ কিছুকে ভালো করতে হলে তাকেই বড়র থেকে বড় মাস্তান হতে হয়। আমি সেই পরীমনি।’
রকিবুল আলম রকিব পরিচালিত নগর মাস্তান সিনেমার সংলাপে এমন হুঙ্কার দিয়েছেন পরীমনি। তার অভিনীত সিনেমাটি দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৩ অক্টোবর।
এ ছবির কেন্দ্রীয় চরিত্রে পরীমনি ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান ও শাহরিয়াজ। আরও অভিনয় করেছেন- তিতান চৌধুরী, মিশা সওদাগর, আলীরাজ, রাফজান জানি প্রমুখ।
পরীমনি বলেন, ‘সিনেমাটিতে দর্শক পরিপূর্ণ অ্যাকশনের স্বাদ পাবে। অ্যাকশনধর্মী অনেক সংলাপও শুনতে পাবেন দর্শকরা। যা তাদের শুধু বিনোদনই দেবে না মনও ভরাবে।’
সিনেমার গল্প প্রসঙ্গে পরীমনি জানন, একজন কলেজ পড়ুয়া ছাত্রী কিভাবে দক্ষ কর্পোরেট ব্যক্তিত্ব হয়ে উঠতে পারে তা তুলে ধরা হয়েছে আমার চরিত্রের মাধ্যমে। দেখানো হয়েছে, শিক্ষার্থী থাকা অবস্থায় বাবার ব্যবসা দেখাশোনা করতে গিয়ে কত ধরনের বাধার সম্মুখীন হতে হয় এক জন মেয়ের। সব মিলিয়ে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে আমাকে।’
তিনি আরো বলেন, ‘এ সিনেমায় দুজন হিরো অভিনয় করেছেন। তাদের দুজনের সঙ্গে আমার দ্বিতীয় কাজ এটি। জায়েদ খান সঙ্গে আমার প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন। পাগলা দিওয়ানা সিনেমায় শাহরিয়াজের সঙ্গে কাজ করেছি। দুটি সিনেমাই মুক্তি পেয়েছে। দর্শক সিনেমা দুটিকে ভালোভাবে নিয়েছেন। এ সিনেমার কাজও ভালো হয়েছে।’
নগর মাস্তান সিনেমাটি চলতি বছরের ৫ ফেব্রুয়ারি, সেন্সরবোর্ডে জমা পড়ে। তবে অ্যাকশন দৃশ্য বেশি থাকায় তখন সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র দেয়নি। এর পর সেন্সরের নির্দেশনা মেনে আপত্তিকর দৃশ্যগুলো পরিবর্তন করে আবারও সেন্সরবোর্ডে জমা দেয়া হয় ছবিটি। দ্বিতীয় দফায় বোর্ড নগর মাস্তানর ছাড়পত্র দেয়।
গত বছরের ২১ আগস্ট বিএফডিসির এক নম্বর ফ্লোরে মহরতের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়। এফ আর-এর ব্যানারে নির্মিত নগর মাস্তান সিনেমায় গান রয়েছে মোট ছয়টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মনির খান, আরফিন রুমি, নওমি ও রাজিব।
ঢাকাই চলচ্চিত্রের নজরকাড়া গ্ল্যামারকন্যা পরীমনি ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় পা রাখেন। প্রথম ছবির পর মাত্র দুই মাসের মাথায় এপ্রিলে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা পাগলা দিওয়ানা। এর পর তার অভিনীত মুক্তি পাওয়া সিনেমা এস এ হক অলীকের আরো ভালোবাসব তোমায়। এ ছাড়া ফারুক ওমরের লাভার নাম্বার ওয়ান সিনেমাতেও পরীমনি তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন।
পরী অভিনীত রানা প্লাজা, মহুয়া সুন্দরীসহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। -রাইজিংবিডি
. . . . . . . . .