সব অশ্লীলতাকে ছাড়াল ‘হেট স্টোরি-৩’ ট্রেলার (ভিডিও)

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫, ৯:৩০ পূর্বাহ্ণফিরে এল হেট স্টোরি। এবার হেট স্টোরি ৩। টি-সিরিজ প্রকাশ করল এই ছবির শিহরণ জাগানো ট্রেলার।
জারিন খান,শরমন যোশী, ডাইসি শাহ এবং করণ সিংহ অভিনীত ছবিটি ট্রেলারেই আলোড়ন ফেলে দিয়েছে। এখনও পর্যন্ত দেখে নিয়েছেন প্রায় ৮১ লক্ষ দর্শক।
ট্রেলারটি আরও বেশি সাহসী, যৌন উত্তেজক ও আকর্ষণীয়। ছবির পরিচালক আগেই জানিয়েছেন, হেট স্টোরি সিরিজের এই তৃতীয় সিনেমায় থাকছে চারগুণ বেশি হিংসা, থ্রিলার, অ্যাকশন ও রোমান্স ও যৌনতা।
https://www.youtube.com/watch?v=o1Y7XhiWUvo&feature=youtu.be . . . . . . . . .