‘বন্দুকযুদ্ধে’ ২ চরমপন্থি নিহত

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫, ৯:২৬ পূর্বাহ্ণজেলার চরাঞ্চলের মইশা গ্রামে র্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুই চরমপন্থি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। এছাড়া র্যাবের এক এসআইও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
বুধবার সোয়া ৩টার দিকে সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মইশা গ্রামের শাহাদতের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সদর উপজেলার বাঘিল ইউনিয়ন পরিষদের সদস্য আকবর হোসেন (৪৫) ও মইশা গ্রামের মনু মিয়া (৩৫)।
টাঙ্গাইল র্যাবের কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বাংলামেইলকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মইশা গ্রামে র্যাব অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির চরমপন্থি সর্বহারা সদস্যরা ওই এলাকার শাহাদত হোসেনের বাড়িতে জোর করে অবস্থান নিয়ে আত্মগোপন করে। এ সংবাদ পেয়ে র্যাব ওই বাড়ি ঘেরাও করে। এ সময় চরমপন্থিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে আহত হন। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে দুই চরমপন্থি সদস্য মনু মিয়া ও আকবর হোসেন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি ওয়ানশুটার, দুই রাউন্ড গুলি ও বেশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের দুই জনকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত র্যাব সদস্য মনিরুল ইসলামকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন।
. . . . . . . . .