হোটেলে যৌন নিগ্রহ : ভারতীয় স্পিনার অমিতকে পুলিশে তলব

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫, ৯:০৫ পূর্বাহ্ণস্পোর্টস ডেস্ক:
হোটেলে এক নারীকে নির্যাতনের অভিযোগে ভারতের ক্রিকেটার অমিত মিশ্রকে তলব করেছে দেশটির ব্যাঙ্গালুরুর নগর পুলিশ।
গত ২৭ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুর অশোক নগর থানায় অমিতের বিরুদ্ধে অভিযোগ করেন ওই নারী।
অভিযোগে তিনি বলেন, ‘২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে তিনি অমিত মিশ্রর সঙ্গে দেখা করতে ওই হোটেলে যান। সেখানেই অমিত তাকে নিগ্রহ করেন।’
তার লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ড বিধির ৩৫৪ ও ৩২৮ ধারায় স্পিনার অমিত মিশ্রের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
এনডিটিভির খবরে বলা হয়, এ বিষয়ে ব্যাঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার সন্দীপ পাতিল বলেন, ‘প্রায় এক মাস আগে ঘটনাটি ঘটার পর থেকেই আমরা সেটি তদন্ত করছি। এরইমধ্যে আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি এবং হোটেলের কর্মচারীদের সঙ্গে কথা বলেছি। অমিত মিশ্রকে আমরা এক সপ্তাহের সময় দিয়েছি হাজির হওয়ার জন্য। ব্যাঙ্গালুরুর হোটেলে এক নারীকে যৌন নিগ্রহের অভিযোগের ভিত্তিতেই তাকে তলব করা হয়েছে।’
আমলযোগ্য এসব ধারায় আনা অপরাধ প্রমাণিত হলে ৭ বছর পর্যন্ত সাজা হতে পারে অমিত মিশ্রের। ঘটনার সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতির জন্য ব্যাঙ্গারুতে ছিলেন অমিত।
. . . . . . . . .