ফেসবুকে সাম্প্রদায়িক আক্রমণের শিকার ক্রিকেটার লিটন দাশ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৫, ৭:৪০ অপরাহ্ণফেসবুকে দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাশ। এরপর থেকেই উগ্র সাম্প্রদায়িকতার শিকার হতে হচ্ছে তাকে। অনেকে হিন্দু ধর্ম ও দুর্গা প্রতিমা নিয়েও কটুক্তি করেন। এমন কটুক্তিতে ক্ষুব্ধ লিটন দাশ আরেকটি স্ট্যাটাসে সাম্প্রদায়িক মন্তব্যকারীদের তাঁর পেজ থেকে চলে যাওয়ার আহবান জানান।
লিটন দাশের ফেসবুক পেজে গিয়ে দেখা যায়, গতকাল (সোমবার) রাতে দুর্ঘা প্রতিমার ছবি সংযুক্ত করে পূজার শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন এই ক্রিকেটার। পোস্টে লিখেন-
‘সকলকে জানাই শারদীয় দুর্গা পুজার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক অনেক আনন্দে ভরে উঠুক
আপনাদের প্রতিটি প্রহর। সবাই সুস্থ থাকবেন এবং আমাকে আশীর্বাদ করবেন।’
এই পোস্টে অনেকেই লিটনকে ফিরতি শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেন। আবার দুর্গা পূজা নিয়ে কটুক্তিও করেন কেউ কেউ।
এমডি মিটুন নামের একজন মন্তব্য করেন-
‘তোকে একদিন বলছি না যে এই সব চরম ফালতু বিষয় নিয়ে কোন রকম পোস্ট করবি না। তোদের দুর্গার কোন অস্তিত্ব আছে না কি বেটা?একজন মুসলিমের বাড়ির কুত্তার পায়ের একটা পশমের যে মূল্য সে মূল্য ও তোদের দুর্গার নেই। লিটন তোর ভবিষ্যাত অন্ধকার দেখছি রে ভাই।’
আরো কয়েকজন এরকম কটুক্তি করেন। তবে এই পোস্টেই এসব উগ্রতার প্রতিবাদ করেন লিটনের অনেক ভক্ত।
এসবি লিটন নামের একজন লিখেন-
‘ভাইয়া আমি মুসলিম।তাই আমি অন্য ধর্ম কে অশিল কথা বলতে পারি না।কিন্তু Md Metun…তুমি মুসলিম তাই লিটন ভাই কে যে অশিল কথা বলবা ঠিক না।plz এই রকম কথা আর বলবা না।যার যার ধর্ম তার তার কাছে অনেক দামি।লিটন ভাইয়া পূজা মোবারক।’
কয়েকজনের উগ্র সাম্প্রদায়িকতার ক্ষুব্দ লিটন দাশ আজ সকালে তাঁর ফেসবুক পেজে আরেকটি পোস্ট দেন। এতে নিজের বড় পরিচয় বাংলাদেশি বলে উল্লেখ করেন তিনি। আগের পোস্টের কটুক্তির একটি স্ক্রিনশট সংযুক্ত করে লিটন লিখেন-
‘দুঃখজনক হলে ও সত্যি যে আমদের বাংলাদেশ এ জনসংখ্যা প্রায় ১৭ কোটি হলেও মনুষ্যত্ব ১৭ হাজার মানুষ এর ও নাই। সেই সব মানুষদের বলছি যাদের সকালে ঘুম থেকে উঠার উদ্দেশ্য থাকে মানুষ কে বাজে মন্তব্য করা! গত কালের ১টি পোস্ট ছিল যেখানে সকল কে পুজার শুভেচ্ছা জানিয়েছিলাম,কিন্তু আপনাদের কিছু কিছু মন্তব্য সত্যি অনেক বেদনাদায়ক। আমার সব থেকে বড় পরিচয় আমি একজন বাংলাদেশী,এখানে ধর্ম আমদের বিভেদ করতে পারে না।যারা এখনও এই সব বিষয় এ বাড়াবাড়ি করেন আমি তাদের বলছি দয়া করে আমার কোন পোস্ট এ মন্তব্য করবেন না।’
এরআগে গত রমজানে সাকিব-মুশফিকদের সাথে ইফতারে যোগ দিয়ে সাম্প্রদায়িক মন্তব্যের শিকার হয়েছিলেন লিটন দাশ ও আরেক তারকা ক্রিকেটার সৌম্য সরকার। . . . . . . . . .