রিয়াজ শঙ্কামুক্ত, সিসিইউতে স্থানান্তর

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৫, ৬:৪৬ অপরাহ্ণউন্নতির দিকে চিত্রনায়ক রিয়াজের শারীরিক অবস্থা। প্রাথমিকভাবে তিনি এখন শঙ্কামুক্ত। বর্তমানে অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গত রাতেই তার হৃদপিণ্ডে রিং বসানো হয়।
সর্বশেষ খবরে জানা গেছে, হাসপাতালের আইসিইউ থেকে তাকে সিসিইউতে নেয়া হয়েছে তাকে। খবরটি নিশ্চিত করেছেন ‘কৃষ্ণপক্ষ’ ছবির সহকারী পরিচালক জুয়েল রানা। মেহের আফরোজ শাওন পরিচালিত এ ছবির শুটিং সেটে গতকাল রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ। এরপর দ্রুত তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হয়। পরে অ্যাপলো হাসপাতালে স্থানান্তর করা হয়।
জুয়ের রানা বলেন, আজ দুপুর সাড়ে ১২টায় রিয়াজ ভাইকে হাসপাতালে নিয়ে আসার পর এনজিওগ্রাম করা হয়। তাতে চারটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি গুরুতর হওয়ায় সেখানে রিং পরানো হয়েছে। প্রাথমিকভাবে তিনি এখন শঙ্কামুক্ত।
তিনি আরও জানান, এ মুহুর্তে রিয়াজের অংশটি রেখে ‘কৃষ্ণপক্ষ’ ছবির বাকি কাজ সেরে ফেলা হবে। তিনি সুস্থ হয়ে উঠলে তার অংশের কাজগুলো করা হবে। উল্লেখ্য, অনেকদিন ধরেই চলচ্চিত্রে অভিনয় করছেন না রিয়াজ। মাঝে বেশ কিছু টিভি নাটকে দেখা গেছে এ অভিনেতাকে। তবে মেহের আফরোজ শাওনের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’ ছবির মধ্য দিয়ে ফের চলচ্চিত্রে নিয়মিত হয়েছেন তিনি। . . . . . . . . .