‘পাকিস্তানি’ হওয়ায় আলিম দারকে সরিয়ে নিলো আইসিসি

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৫, ১২:১৭ অপরাহ্ণশিবসেনার আন্দোলনের মুখে ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুই সভাপতির বৈঠক পন্ড হয়েছে। এরপর থেকেই নতুন নতুন মোড় নিচ্ছে ঘটোনাটি। সর্বশেষ সংযোজন হুমকির মুখে পাকিস্তানি আম্পায়ার আলিম দারকে সরিয়ে নিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)।
আইসিসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে আলিম দারকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।
ভারতে চলমান দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যেকার ওয়ানডে সিরিজে আম্পায়ারের দায়িত্ব পালন করছেন আলিম দার। কিন্তু কট্টরপন্থী রাজনৈতিক দল শিবসেনা সতর্ক করেছে, আইসিসির বর্ষসেরা এই আম্পায়ারকে আর একটি ম্যাচও পরিচালনা করতে দেবে না। এর পরপরই এই সিদ্ধান্ত নেয় আইসিসি।
আইসিসির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে আলিম দার তার সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালন করতে পারবেন , এমনটা আশা করা অযৌক্তিক। এ কারণে তাকে সরিয়ে নেওয়া হচ্ছে। তার পরিবর্তে কে দায়িত্ব পাবেন, তা দ্রুতই জানিয়ে দেওয়া হবে।’
সোমবার মুম্বাইয়ে অবস্থিতো বিসিসিআইয়ের কার্যালয়ে জোর করে ঢুকে পড়ে শিবসেনা কর্মীরা। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বিসিসিআই সভাপতির বৈঠক হওয়ার কথা ছিলো। আন্দোলনের মুখে পন্ড হয় বৈঠক। এমনই মঙ্গলবারে অনুষ্ঠিতব্য বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুরের সঙ্গে পিসিবি সভাপতি শাহনেওয়াজ খানের বৈঠক হওয়ার কথা থাকলেও তা অনুরাগ ঠাকুর নিজেই বাতিল ঘোষণা করেন।
সূত্র: আইসিস, এনডিটিভি, টুইটার
. . . . . . . . .