সুরাইয়ার মায়ের জবানবন্দি রেকর্ড

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৫, ১১:১০ অপরাহ্ণ
রবিবার বিকাল ৪টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলামের আদালতে এ জবানবন্দি রেকর্ড করা হয়।
মাগুরা ডিবি পুলিশের ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইমাউল হক বলেন, মামলায় বর্ণিত অভিযোগের বিষয়ে শিশু সুরাইয়ার মা নাজমা বেগম জবানবন্দি প্রদান করেছেন। জবানবন্দিতে তিনি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত মামলার ৩ নং আসামি আজিবর শেখ ও কারাগারে আটক ২নং আসামি মোহাম্মদ আলীসহ অন্যান্যদের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন।
তিনি আরও জানান, এর আগে মামলার ২নং আসামি মোহাম্মদ আলী ঘটনার সঙ্গে সম্পৃক্ততার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
বিকালে নাজমা বেগমের সঙ্গে আদালতে তার স্বামী বাচ্চু ভূইয়া ও মেয়ে সুরাইয়া উপস্থিত ছিলেন।
গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কামরুল ভূঁইয়া গ্রুপের সঙ্গে আজিবর ও আলি আকবর গ্রুপের সংঘর্ষে নাজমা পারভীনসহ তিনজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ মমিন পরদিন মারা যান।
১৭ আগস্ট মামলার ৩নং আসামি আজিবর শেখ পুলিশের ক্রসফায়ারে নিহত হন। ইতিমধ্যে এ মামলার প্রধান আসামিসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।
. . . . . . . . .