সিরিজে এগিয়ে গেলো প্রোটিয়ারা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৫, ১১:০৯ অপরাহ্ণভারত-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচ ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে ১৮ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো তারা। রবিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যসোসিয়েশন স্টেডিয়ামে প্রোটিয়াদের দেয়া ২৭১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫২ রান করে ধোনিরা।
স্বাগতিকদের পক্ষে রোহিত শর্মা ৬৫, শিখর ধাওয়ান ১৩, বিরাট কোহলি ৭৭, মহেন্দ্র সিং ধোনি ৪৭, সুরেশ রায়না ০, অজিঙ্কা রাহানে ৪, আক্সার প্যাটেল ১৫*, হরবজন সিং ২০* রান করেন। প্রোটিয়াদের পক্ষে মরনি মরকেল একাই ৪ উইকেট নিয়েছেন। এছাড়া জেপি ডুমিনি ১টি ও ইমরান তাহির ১টি করে উইকেট নিয়েছেন।
এদিন প্রথমে টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ব্যাটে নেমে কুইন্টন ডি ককের সেঞ্চুরি (১০৩) ও ফাফ ডু প্লেসিসের ৬০ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭০ রান করে তারা।
কক ও ডু প্লেসিস ছাড়া ডেভিড মিলার ৩৩ ও ফারহান বিহারডাইন ৩৩* রান করেন। আর ভারতের পক্ষে মোহিত শর্মা ২টি, হরবজন সিং ১টি, অমিত মিশ্র ১টি ও আক্সার প্যাটেল ১টি করে উইকেট নেন। সিরিজের পরবর্তী ম্যাচটি আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে।
. . . . . . . . .