ভারতে থাকতে হলে মুসলমানদের গরু খাওয়া ছাড়তে হবে : হরিয়ানার মুখ্যমন্ত্রী

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৫, ৯:০৩ অপরাহ্ণভারতে থাকতে হলে মুসলমানদের গরুর মাংস খাওয়া ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা মনোহর লাল খাট্টার। উত্তরপ্রদেশের দাদরি হত্যাকাণ্ডের পর ভারতজুড়ে চলা সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যেই হরিয়ানার মুখ্যমন্ত্রী এই বিস্ফোরক মন্তব্য করলেন।
বৃহস্পতিবার ভারতীয় একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। দাদরি হত্যাকাণ্ডকে তিনি ‘ভুল বোঝাবুঝি’ বলেও উল্লেখ করেন।
তিনি বলেন,‘দাদরি হত্যাকাণ্ড ভুল বোঝাবুঝির ফল। দাদরিতে নিহত মো.আখলাখ হিন্দুদের গোমাতা সম্পর্কে অশালীন মন্তব্য করায় আক্রমণের শিকার হন। তবে হ্যাঁ,আক্রমণ ও হত্যা করলেই শান্তি-শৃঙ্খলা রক্ষা করা যাবে না। কেউ দোষ করলে তাকে শাস্তি পেতে হবে।’
উল্লেখ্য,উত্তরপ্রদেশের দাদরিতে গরুর মাংস খাওয়ার অপরাধে ৫০ বছর বয়সী মো.আখলাককে বাড়ি থেকে টেনে বার করে নিয়ে পিটিয়ে হত্যা করে একদল উশৃঙ্খল যুবক। এসময় তাদের মারধরে মারাত্মক আহত হয় মো. আখলাকের ছেলে মো. দানিশ। ঘটনাটি পুরো ভারতে তুমুল আলোচিত হলেও এ ব্যাপারে প্রথমে মুখ খোলেননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবশ্য পরে তিনি এ ঘটনার নিন্দা জানান। দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দেশবাদীকে ভারতের সার্বভৌমত্বের কথা মনে করিয়ে সব ধর্ম-জাতির প্রতি সমান সম্মান দেখানোর কথা বলেছেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
. . . . . . . . .