ভুল করে সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রীর রোমান্স!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৫, ১১:৪৪ পূর্বাহ্ণস্বপ্ন ছিল বড় হয়ে ব্যারিস্টার হওয়ার। আর বাবার ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে। কিন্তু সেই স্বপ্ন কেবল স্বপ্নই থেকে গেল। হঠাৎ করেই যেন স্বপ্ন অন্যদিকে মোড় নিল। পা বাড়ালেরন শোবিজাঙ্গনে। বদলে গেল স্বপ্ন। বলছি সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী তানজিন তিশার কথা। তিনি এখন জনপ্রিয় মডেল অভিনেত্রী।
সম্প্রতি তিনি রোমান্সে জড়িয়েছেন আরেক জনপ্রিয় অভিনেতা নাঈমের সঙ্গে। তবে সেটা অনিচ্ছাকৃত। মোবাইলে ভুল ডিজিটের মারপ্যাচে পড়ে রোমান্সে জড়িয়েছেন তারা। তবে রোমান্সটা নাটকের প্রয়োজনেই।
নাটকে দেখা যাবে নাঈম ও আফজাল তাদের এক বন্ধুর বিয়েতে যায় এবং একটি মেয়েকে নাঈমের ভালো লাগে, সেখান থেকে নাঈম মেয়েটার ফোন নম্বর সংগ্রহ করে। কিন্তু বিপত্তি ঘটে সেখানেই। নাঈমের সংগ্রহ করা নম্বরের ডিজিট ভুল হওয়ার কারণে সে যে নম্বরে ফোন করে সেটি তানজিন তিশার। যথারীতি সে ফোনে প্রেম করে তানজিন তিশার সাথে আর কল্পনায় থাকে সানজিদা তন্ময়।
একটা সময়ে দেখা যায় আফজাল খানের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে নাঈম। তখন সানজিদা তন্ময় তার ভুলটা বুঝতে পারে এবং তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে। আফজাল খানের সাথে সম্পর্কে জড়ায় তন্ময়। কাহিনী মোড় নেয় অন্যদিকে। এমনই একটি ভিন্ন স্বাদের গল্প নিয়েই এগিয়ে যায় নাটকটির কাহিনী।
নাটকটির নাম নাটক ‘১২৬/১২৬’ । পরিচালনা করেছেন জসিম মুন। স্বপ্নঘুড়ি টেলিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ওই নাটকটি। জসিম মুন জানিয়েছেন, নাটকটি যেকোন একিটি বেসরকারি টেলিভিমনে শিগগিরই দেখা যাবে।
. . . . . . . . .