ইতালির নাগরিক হত্যাকাণ্ড : মোটর সাইকেল আরোহীদের ধরার চেষ্টা চলছে

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৫, ১০:০১ অপরাহ্ণইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যাকাণ্ডে যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল তা উদ্ধার করা গেলেই হত্যাকাণ্ডের মূল রহস্য বেরিয়ে আসবে বলে দাবি করেছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। ওই মোটর সাইকেলে থাকা তিনজনকে ধরার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
মনিরুল ইসলাম বলেন, তাভেল্লা সিজার হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে সিসি টিভির ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তার করা গেলেই আসল এ হত্যাকাণ্ডের সঙ্গে আর কেও জড়িত ছিল কি না তা জানা যাবে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, হতাকাণ্ডের জায়গায় যে সিসি ক্যামেরা ছিল তাতে তাদের (খুনিদের) ফুটেজ উঠেছে। তারা একটি মোটর সাইকেল করে পালিয়ে যায়। সিসি ক্যামেরার দৃশ্য দেখে তাদের পালিয়ে যাওয়া আমরা শনাক্ত করছি। ফুটেজ অনেক হওয়ার কারণে একটু সময় লাগবে।
ডিবির কমিশনার মনিরুল বলেন, তাভেল্লা হত্যাকাণ্ডের সঙ্গে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই। কারণ, জঙ্গিদের হত্যাকাণ্ডের সঙ্গে তাদের হত্যার মিল খুঁজে পাওয়া যায়নি।
. . . . . . . . .