ব্রাজিলের জয়ে ফেরা, আর্জেন্টিনার ড্র

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৫, ১০:৫২ পূর্বাহ্ণবিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে ভেনিজুয়েলাকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল , আর প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা।
চিলির কাছে ২-০ গোলে হেরে বাছাই পর্ব শুরু করায় হতাশ হয়ে পড়েছিল দুঙ্গার দল। এই জয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পাবে তারা। আর প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে হারা ভেনেজুয়েলা জয়শূন্যই রইল।
ফরতালেজার এস্তাদিও কাস্তেলাওয়ে বাংলাদেশ সময় সকাল সাতটায় খেলা শুরুর পর ৩৭ সেকেন্ডেই উইলিয়ানের গোলে এগিয়ে যায় ব্রাজিল। বাঁ দিক থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে জোরালো শট নেন চেলসির এই মিডফিল্ডার। গোলরক্ষক বলে হাত লাগালেও তা ঠেকাতে পারেননি।
ত্রয়োদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু ডি-বক্সে বল পেয়েও গোলরক্ষকের দিকে মেরে দেন রিকার্দো অলিভিয়েরা।
৩১তম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও শট না নিয়ে দগলাস কস্তা অহেতুক বল বাড়ান বাঁ দিকে থাকা অস্কারকে। নষ্ট হয় আরেকটি সুযোগ।
তবে বিরতির কিছু আগে ব্যবধান দ্বিগুণ করতে ভুল করেননি উইলিয়ান। বাঁ দিক থেকে ফেলিপে লুইসের বাড়ানো বল অস্কার ছেড়ে দিলে ডি-বক্সের ভেতর ডান দিকে পেয়ে যান তিনি। দেরি না করে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করে গ্যালারির সমর্থকদের আনন্দে ভাসান চেলসির এই তারকা।
৬৪তম মিনিটে একটি গোল শোধ করে ফিফা র্যাকিংয়ে দক্ষিণ আমেরিকার সবচেয়ে নীচের দল ভেনেজুয়েলা। সতীর্থের হেড থেকে বল পেয়ে বল জালে জড়ান ক্রিস্তিয়ান সান্তোস। বিশ্বকাপের বাছাই পর্বের ইতিহাসে এই প্রথম ব্রাজিলের মাটিতে গোল পেল ভেনেজুয়েলা।
৭৪তম মিনিটে অলিভিয়েরার হেড ব্রাজিলের জয় নিশ্চিত করে। দগলাস কস্তার ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডার বিপদমুক্ত করতে না পারায় বল পেয়েছিলেন নেইমারের অনুপস্থিতিতে খেলতে নামা ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এই গোলের পরই কস্তার উঠিয়ে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা কাকাকে নামান কোচ দুঙ্গা।
৮৭তম মিনিটে আরেক বদলি খেলোয়াড় লুকাস লিমার ডান দিক থেকে নেওয়া ক্রসে মাথা লাগাতে পারেননি কাকা।
শেষ বাঁশি বাজার আগে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন দানি আলভেসও। তবে আরও গোল না পেলেও স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
আর্জেন্টিনা- প্যারাগুয়ে:
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে এখন পর্যন্ত জয়শূন্য আর্জেন্টিনা। একুয়েডরের কাছে ২-০ গোলে হেরে বাছাই পর্ব শুরু করেছিল জেরার্দো মার্তিনোর দল। আর ভেনেজুয়েলাকে হারিয়ে শুভসূচনা করা প্যারাগুয়ে পরের ম্যাচেও অপরাজিত থাকল।
২০০৯ সালের পর থেকে আর্জেন্টিনার বিপক্ষে জয় না পাওয়ার পরিসংখ্যান নিয়ে বাংলাদেশ সময় বুধবার ভোরে আসুনসিওনে খেলতে নামে প্যারাগুয়ে। শুরু থেকে আর্জেন্টিনার রক্ষণকে চাপে রেখে জয়খরা কাটানোর ইঙ্গিতও দিয়েছিল রামন দিয়াসের শিষ্যরা। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আর্জেন্টিনা গোলরক্ষক সের্হিও রোমেরো দেয়াল টপকাতে পারেনি স্বাগতিকরা।
মেসি ও আগুয়েরোর অনুপস্থিতিতে কার্লোস তেভেস ও এসেকিয়েল লাভেস্সিকে শুরুর একাদশে রাখেন আর্জেন্টিনা কোচ। প্রতিআক্রমণ থেকে পাওয়া সুযোগের কোনোটাই কাজে লাগাতে পারেননি তারা। দ্বিতীয়ার্ধে এই দুজনের বদলি হিসেবে নেমে ম্যাচের ভাগ্য বদল করতে ব্যর্থ পাবলো দিবালা ও নিকোলাস গাইতানও।
প্রথমার্ধে গোলের গোলের সেরা সুযোগটি পায় আর্জেন্টিনাই। ২১তম মিনিটে প্যারাগুয়ের আন্তোনি সিলভার গোল কিক এক সতীর্থের গায়ে লেগে বক্সেই মিগুয়েল সামুদিওর কাছে ফেরে। কিন্তু এই ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নেন আর্জেন্টিনার আনহেল দি মারিয়া। পিএসজির এই আক্রমণাত্মক মিডফিল্ডারের ক্রসে তেভেস মাথা ছোঁয়ালেও বল পোস্টের ওপর দিয়ে উড়ে যায়।
৪০তম মিনিটে তেভেসের বাড়ানো বলে লাভেস্সির কোনাকুনি শট দারুণ দক্ষতায় রুখে দেন প্যারাগুয়ে গোলরক্ষক। প্রথমার্ধের শেষ দিকে লাভেস্সির আরেকটি শটও ফিরিয়ে দলকে বিপদমুক্ত করেন সিলভা।
৬০তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ নষ্ট করে প্যারাগুয়ে। চার খেলোয়াড় মিলেও আজেন্টিনার দুই ডিফেন্ডারের বাধা পেরোতে পারেনি তারা। প্যারাগুয়ে ফরোয়ার্ড দারিও লেসকানোকে শেষ মুহূর্তে আটকে দেন পাবলো সাবালেতা। কিছুক্ষণ পর প্যারাগুয়ের ফরোয়ার্ড দেরলিস গনসালেসের দূরপাল্লার শট ফিস্ট করে ফেরান রোমেরো।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে দিবালা পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মেরে একটি সুযোগ নষ্ট করেন। শেষ বাঁশি বাজার আগে দি মারিয়ার ফ্রি কিক প্যারাগুয়ের রক্ষণে প্রতিহত হলে গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচ।
. . . . . . . . .