রাজনগর থেকে দুই ‘রাজাকার’ গ্রেফতার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৫, ১০:০৯ অপরাহ্ণরাজনগর সংবাদদাতা ::
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর থেকে মৌলানা ইউনুস আহমদ এবং উজাহের আহমদ চৌধুরী নামে দুজনকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় মৌলানা ইউনুস আহমদকে উপজেলার সুনাটিকি গ্রামের নিজ বাড়ি থেকে এবং একই সময়ে উজাহের আহমেদ চৌধুরীকে গয়াশপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে রাজনগর থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ সূত্র জানিয়েছে, শীঘ্রই তাদের ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে। উল্লেখ্য এই দুজনের বিরুদ্ধেই মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী কর্মকাণ্ড পরিচালিত করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। . . . . . . . . .