দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন দুরভিসন্ধিমূলক : ডা. শফিক

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৫, ৯:৫৯ অপরাহ্ণজামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান বলেছেন,স্থানীয় সরকারের সকল স্তরে দলীয় প্রতীক ও দলীয় মনোনয়নের ভিত্তিতে নির্বাচনের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দুরভিসন্ধিমূলক এবং অঘোষিত বাকশাল কায়েমের নীল নকশা। তিনি বলেন,আওয়ামী লীগের পেশীশক্তি ও সন্ত্রাসের কাছে গোটা জাতি যেখানে জিম্মী হয়ে আছে সেখানে জনগণ ভোটকেন্দ্রে ভোট দিতে যেতেই পারবে না। এ অবস্থায় গণতন্ত্র বিপন্ন হবে এবং সরকার একদলীয় বাকশালী শাসন পরিপূর্ণভাবে জাতির ঘাড়ে চাপিয়ে দিবে। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত কোন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। জাতীয় সংসদ থেকে শুরু করে স্থানীয় সরকারের সকল স্তরে সরকার ব্যালট ডাকাতির প্রহসনের নির্বাচন করে দলীয় লোকদের বসিয়েছে। গোটা প্রশাসনকে দলীয় করণ করা হয়েছে। জেলাগুলোতে দলীয় প্রশাসক নিয়োগ করা হয়েছে। এ অবস্থায় দলীয় প্রতীকে ও দলীয় মনোনয়নের ভিত্তিতে স্থানীয় সরকারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার আশা করা যায় না।
. . . . . . . . .