মাশরাফির জন্য প্রার্থনা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৫, ৪:৪৫ অপরাহ্ণডেঙ্গু জ্বরে আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সুস্থতা কামনা করে নড়াইলে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
দোয়া অনুষ্ঠানে তার সুস্থ্যতা কামনা করে বক্তব্য রাখেন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিরা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক ইদ্রীস আহম্মদ, সিনিয়র শিক্ষক মুহাম্মদ মাহবুবুর রহমান।
মাশরাফি বিন মর্তুজা ১৯৯৯ সালে এই স্কুল থেকে এসএসসি পাশ করেন। তার বাড়ির পাশেয় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় অবস্থিত। এ বিদ্যালয়ের মাঠেই অনুশীলনের মধ্যদিয়ে আজকের মাশরাফির বেড়ে ওঠা।
শিক্ষকদের পাশাপাশি তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের কয়েক শ’ ছাত্র এই দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
প্রসঙ্গত, মাশরাফি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৯ অক্টোবর গভীররাতে রাজধানীর এপোলো হাসপাতালে ভর্তি হন। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছে।
. . . . . . . . .