যে কারণে কলেজে পড়া হয়নি কারিনার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৫, ৯:৪২ অপরাহ্ণবলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীরদের একজন কারিনা কাপুর খান। কিন্তু স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পড়া হয়ে ওঠেনি এ তারকার। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এর কারণ সম্পর্কে জানিয়েছেন এ আবেদনময়ী অভিনেত্রী।
খুব কম বয়সে থেকেই নায়িকা হওয়ার ভূত মাথায় চেপেছিল কারিনার। মাত্র ১৬ বছর বয়সে বলিউডে পা রাখেন এ অভিনেত্রী। আর এ কারণেই লেখাপড়ায় সময় দেওয়া হয়নি বলে জানিয়েছেন কারিনা।
এ সম্পর্কে কারিনা বলেন, ‘আমার বয়স যখন ১৬ তখন থেকেই সিনেমাকে ধ্যান-জ্ঞান হিসেবে নিয়েছিলাম। সচরাচর সে সময়টাতে সবাই কলেজ, আড্ডাসহ অন্যান্য সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমি সেগুলো করার সুযোগ পায়নি। অবশ্য এখন আমি কিছু কাজ করি যেটি আমি খুব উপভোগ করি। আমি ঘুরতে যায়, পড়াশোনা, ভ্রমণ করি যেন আগে যেগুলো করতে পারিনি তা পুষিয়ে নিতে পারি।’
তিনি আরো বলেন, ‘আমি বৈচিত্রপূর্ণ কাজ করার চেষ্টা করছি। নির্দিষ্ট একটি পর্যায়ে আসতে পেরে আমি বেশ খুশি। ইন্ডাস্ট্রিতে আমার পথ চলা এখনো অনেক সুখের,এতে আমি ভীষণ আনন্দিত।’
. . . . . . . . .