টাঙ্গাইল-৪ উপনির্বাচন: কাদের সিদ্দিকী সহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৫, ৯:৩৮ অপরাহ্ণটাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রোববার পর্যন্ত ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। কালিহাতী সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
এরআগে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীসহ মোট ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। আর শেষ দিনে এসে জমা দেন আরও দুই প্রার্থী।
সহকারী রিটানিং কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, রোববার মনোনয়নপত্র দাখিলের শেষদিন বিকেল চারটা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষে দলীয় সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীসহ মোট ৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। দলটির অন্য মনোনয়ন প্রত্যাশিরা হলেন, নাসরিন কাদের সিদ্দিকী, ইকবাল হোসেন সিদ্দিকী ও হাসমত আলী।
এছাড়াও বিএনএফ’র প্রার্থী আতাউর রহমান খান, জাতীয় পার্টি (জেপি) সাদেক খান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ইমরুল কায়েসের নামেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
আগামী ১৩ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২১ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
সূত্র: চ্যানেলআই অনলাইন
. . . . . . . . .